ভ্যালেন্টাইন’স ডে স্পেশাল মেকআপ…!

নারীরা এমনিতেই একটু বেশি সাজগোজ করতে পছন্দ করেন। ভ্যালেন্টাইন’স ডে তে সাজগোজ করবেন না তা কি হয়? মোটেই না। ভ্যালেন্টাইন’স ডে তে বরং একটু স্পেশাল করেই সাজগোজে আগ্রহী হন নারীরা। কিন্তু অনেকে স্পেশাল করতে গিয়ে ভুল করে বেশি মেকআপ ব্যবহার করে ফেলেন। একটু বেশি আনন্দিত হয়ে অনেক সময় ভুলও করে ফেলেন মেকআপে। সুতরাং একটু সাবধানে মেকআপ করুন। দেখে নিন এই চমৎকার ভিডিওটি। শিখে নিন ভ্যালেন্টাইন’স ডে স্পেশাল মেকআপের কলাকৌশল।

১) পুরো মুখে ত্বকের টোনের সাথে মানানসই ফাউন্ডেশন লাগিয়ে নিন ভালো করে। লিক্যুইড হলে ভালো হয়।

২) কনসিলার লাগিয়ে নিন চোখের নিচের অংশে, চোখের কর্নারে এবং চোখের উপরের পাতার ভাঁজে। এবং ভালো করে ব্লেন্ড করে নিন।

৩) কনসিলার সেট করতে একটি ফেসপাউডার বা লুজ পাউডার দিয়ে নিন।

৪) এবার ব্রাশ দিয়ে পুরো মুখে ফেসপাউডার লাগিয়ে নিন। ভালো করে ব্লেন্ড করে নেবেন যাতে পাউডার ভেসে না থাকে।

৫) সামান্য কনটিউরিং পাউডার নিয়ে কপাল এবং চিক বোন হাইলাইট করে নিন। এরপর ব্যবহার করুন পছন্দের রঙের ব্লাশন। খুব বেশি করে নয়, অল্প করেই ব্যবহার করুন যাতে ন্যাচারাল মনে হয়।

৬) আইব্রো ভালো করে একে নিন। এক্ষেত্রে ব্রাউন রঙটি ব্যবহার করুন। কালো রঙটি একটু বেশি ঘন করে দেবে ভ্রু।
৭) এবার পোশাকের সাথে মিলিয়ে আইশেডো দিয়ে নিন। ভালো করে ব্লেন্ড করে নেবেন।

৮) এরপর পছন্দমতো করে কাজল বা আইলাইনার দিয়ে চোখ একে নিন। মাসকারা দিন। ইচ্ছে হলে ফলস আইল্যাশ ব্যবহার করতে পারেন।

৯) পোশাকের সাথে মিলিয়ে দিয়ে নিন পছন্দের লিপস্টিকটি।

Leave a Reply