মাইক্রোসফট এর সর্বশেষ সংস্করণ হবে উইন্ডোজ ১০

তার মানে এই নয় যে, মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেমে কোনো হালনাগাদ করবে না। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের অপারেটিং সিস্টেমে প্রতিনিয়তই আপডেট আনবে। তবে আগের মতো আর নতুন করে নামকরণ করা হবে না। যতো নতুন সংস্করণই আনা হোক না কেন নাম থাকবে উইন্ডোজ-১০।

১০

প্রসঙ্গত, পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম সর্বশেষ হালনাগাদ করে উইন্ডোজ-১০ সংস্করণটি বাজারে ছাড়া হবে চলতি বছরের শেষদিকে। এরপর মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের সর্বশেষ হালনাগাদ সংস্করণটিও বাজারে ছাড়া হবে।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০-ই হবে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ। এরপর আর আমরা উইন্ডোজ ১০.১ বা উইন্ডোজ ১১ নামের কোনো কম্পিউটার অপারেটিং সিস্টেম দেখতে পাবো না; আগে যেমন করে উইন্ডোজ ৮.০ থেকে ৮.১ হয়েছিল।

Leave a Reply