মাত্র পাঁচ মিনিটেই পরিপাটি…

মাত্র পাঁচ মিনিটেই পরিপাটি...

 

সারাদিনের কাজের ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সময় কোথায়? কিন্তু তাই বলে তো এলোমেলো থাকা চলেনা। মাত্র পাঁচ মিনিটেই নিজেকে পরিপাটি করে নিতে পারেন যেভাবে-

কনসিলার

ঘুম ঠিকমতো না হওয়ার আপনার চোখের নিচে কালো দাগ হয়েছে। কনসিলারের ব্যবহারে ঢেকে দিতে পারেন এই দাগ। চোখের চারপাশে কনসিলার দিয়ে হালকা হলুদে পাউডার লাগিয়ে দিন। এবার দেখুন আপনার চেহারায় ফুটে ওঠা সতেজতা।

লিপস্টিক

কয়েক ঘণ্টা কাজ করার পর আপনার লিপস্টিক হালকা হয়ে যায়। তাই লিপস্টিক দেয়ার পর ঠোঁটে টিস্যু দিয়ে এর উপর অল্প করে পাউডার লাগান। এরপর টিস্যু তুলে ফেলুন। এতে আপনার লিপস্টিক থাকবে উজ্জ্বল দীর্ঘ সময় ধরে।

আইলাইনার

আইলাইনার দিয়ে আপনার চোখে স্মোকি সাজ আনতে পারেন। চোখের পাতার উপরে চোখের আকৃতির সঙ্গে মিলিয়ে আইলাইনার দিয়ে হালকা ভাবে টেনে দিন।

এবার চাইলে চোখের নিচেও লাইনার দিয়ে টেনে দিতে পারেন তবে উপরের লাইনের সঙ্গে নিচের লাইন মিলিয়ে ফেলবেন না। এবার কালো আইশেড হালকা করে লাগিয়ে দিন।

চুল

কাজের সুবিধার জন্যে চুলটাকে পনিটেইল করে বাঁধতে পারেন। ছোট চুল হলে ছেড়েও রাখতে পারেন। হাতের আঙুলের মাঝে মাঝে একটু বিলি দিয়ে চুল ঠিক রাখতে পারেন।

Leave a Reply