মাত্র ২০ মিনিটে ঘরে বসেই পান ঝলমলে সিল্কি চুল

ঝলমলে সিল্কি চুল কার না পছন্দ? সেজন্য চাই চুলের সঠিক যত্ন। চুলের যত্ন সবার জন্যই গুরুত্বপূর্ণ। চুলের যত্নে বাজার থেকে কত কিছুই না আমরা কিনি! তবে প্রকৃতি কিন্তু আমাদের হাতের কাছেই দিয়ে রেখেছে চুলের যত্নের নানা উপাদান। ঝলমলে রেশমী ও উজ্জ্বল চুলের জন্য একেবারেই ঘরোয়া উপাদান ব্যবহার করে নিচের পদ্ধতিটি কাজে লাগাতে পারেন।

উপকরণ

১টি কলা
আধা কাপ দুধ
কোয়ার্টার কাপ মধু

পদ্ধতি

কলা ভালো করে চটকে ক্বাথ করে নিন। এরপর এতে দুধ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এরপর শ্যাম্পু, কন্ডিশনার সাধারণভাবে যেভাবে ব্যবহার করেন সেভাবে ব্যবহার করুন। চুল হবে ঝলমলে ও সিল্কি।

কলার পটাশিয়াম ও ভিটামিন বি৬ এবং দুধের প্রোটিন ও লিপিড চুলের শুষ্কতা দূর করে। একই সঙ্গে এটি চুলকে শক্ত করে এবং পুষ্টি যোগায়।

Leave a Reply