পার্লারে গিয়ে চুল বাধা মানে অযথাই অনেকগুলো টাকা খরচ, সেই সাথে সময়ও। সবচাইতে বড় কথা, আজ আমরা যে খোঁপাটি আপনাকে শেখাবো, সেটা বাংলাদেশের কোন পার্লারে আপনি করাতে পারবেন না। কেননা এটি একটি বিদেশী চুলের সাজ, যা সাধারণত ব্যালেরিনারাই করে থাকেন। তবে ব্যালেরিনাদের চুলের সাজ হলেও বাঙালি পরিবেশের সাথে দারুন মানিয়ে যাবে। খোঁপায় ফুল পরলে তো দেখতে লাগবে আরও অসাধারণ। চলুন, অসাধারণ এই খোঁপা করার কৌশলটি শিখে নিই ঝটপট।
যা লাগবে
ক্লিপ
হেয়ার ব্যান্ড
চুলের
কাঁটা
চিকন রাবার ব্যান্ড
পদ্ধতি
- -সামনের চুলগুলো সুন্দর করে বেঁধে পনি টেইল বেঁধে নিন। তারপর গোল ও মোটা একটি রাবার ব্যান্ড আটকে নিন। খোঁপা করার জন্য ডোনাট শেপের যে ব্যান্ড পাওয়া জায়, সেগুলো ব্যবহার করতে পারেন।
- -এরপর পনিটেইল থেকে খানিকটা চুল নিন, পেঁচিয়ে দড়ির মত করে মোটা ব্যান্ডের সাথে পেঁচিয়ে দিন। যতক্ষণ চুল শেষ না হয়, পেঁচাতেই থাকুন। অবশিষ্ট অংশ পনিটেইলের গোঁড়ার সাথে আটকে দিন। এভাবে সমস্ত চুল করে নিন।
- -ব্যস, তৈরি আপনার পিনহুইল খোঁপা!