মুখকে সুন্দর রাখতে আমারা কত কিছু না করি। ত্বকের সঠিক যত্ন নেওয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া তারপরও যদি এই সুন্দর মুখে হঠাৎ করে কোন কালো দাগ দেখা দেয় যা সৌন্দর্য হানির একমাত্র কারণ। অবশ্য এর জন্য আছে কিছু সহজ ঘরোয়া উপায় যা মেনে চললে আপনি পাবেন কালো দাগ মুক্ত একটি সুন্দর ত্বক।১. দুই চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে, ঘাড়ে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে, ঘাড়ে, গলায় মাখুন। দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন বার এইভাবে ব্যবহার করুন।
৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলার রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।