জিপ করার ফলে ফাইলের আকার সংকুচিত হয়ে থাকে এবং কম জায়গায় অনেক ফাইল রাখা যায়। কম্পিউটার থেকে জিপ ফাইল খোলার বিভিন্ন সফটওয়্যার আছে, কিন্তু মুঠোফোনে জিপ ফাইল খোলা বা তৈরি করা সহজ না।আপনি ইচ্ছা করলে ‘পাওয়ার গ্রাসপ’ নামের একটি জাভা সফটওয়্যার সাহায্যে সহজেই মুঠোফোন থেকে জিপ ফাইল তৈরি বা খুলতে পারবেন।মাত্র ২১৮ কিলোবাইটের এই সফটওয়্রার যে কোন জাভা সমথিৃত মুঠেফোনে সমর্থন করবে।
এখান থেকে ডাউনলোড করুন- www.mediafire.com/?s2j01lwkbkh5bcnz থেকে আপনার মুঠোফোনে নামিয়ে নিন। যদি আপনি কোনো জিপ ফাইল খুলতে চান, তাহলে সফটওয়্যারটি চালু করে এর open option যান, যে ফোল্ডারে আপনার জিপ ফাইলটি আছে দেখিয়ে দিন, এর পর জিপ ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। তাহলে জিপ ফাইলটি খুলে যাবে।আর যদি জিপ ফাইল তৈরি কেরতে চান, তাহলে সফটওয়্যারটি চালু করে Create archive option যান। এরপর জিপ ফাইলটির জন্য একটি নাম সিলেক্ট করুন, compress to option যান। কাঙ্খিত জিপ ফাইলটি সিলেক্ট করে নির্দিস্ট ফোল্ডারে সেভ করুন। তাহলেই জিপ ফাইল তৈরি হয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করবেন। ভুল হলে ক্ষমা সুন্দ দৃষ্টিতে দেখবেন।