Home রূপচর্চা মেকআপের ভুলগুলো শুধরে নেয়ার সহজ ১০ কৌশল

মেকআপের ভুলগুলো শুধরে নেয়ার সহজ ১০ কৌশল

by shamim ahmed

বিয়ের দাওয়াত বা প্রতিদিনকার সাজে মেকআপ মেয়েদের নিত্যদিনের সঙ্গী। বেশিরভাগ মেয়েরা মেকআপ ছাড়া ঘর থেকে বের হন না। অনেক সময় তাড়াহুড়া করে করতে গিয়ে ভুলভাবে মেকআপ করে ফেলেন। তখন উপায়? আবার প্রথম থেকে মেকআপ করা শুরু করতে হয়। অথচ হাতে তেমন সময়ও থাকে মেকআপ ঠিক করার। তারচেয়ে সহজ কিছু উপায় মাথায় রাখলে মেকাআপে ভুল হবে না এবং দ্রুত মেকআপ করা যাবে।

১। তৈলাক্ত ত্বক বা অতিরিক্ত শাইনি করে ফেললে ম্যাট কমপ্যাক্ট। পাউডারের পাফে ম্যাট কমপ্যাক্ট নিয়ে কিছুক্ষণ মুখে ঘষুন। এতে তেল তেল ভাব অনেকটা কমে যাবে।
২। শুষ্ক হয়ে চামড়া উঠে যাওয়া ঠোঁটে লিপস্টিক ঠিকমত বসে না। এর জন্য লিপস্টিক লাগানোর আগে এক্সফোলিয়েট করে নিন। মধু ও চিনি মিশিয়ে কিছুক্ষণ প্যাক তৈরি করে নিন। এবার এটি দিয়ে কিছুক্ষণ স্ক্রাবিং করে নিন।
৩। ক্লান্তির ছাপ চেহারায় পড়েছে? খুব বেশি মেকআপ করার সময়ও নেই? চিন্তার কিছু নেই খুব সহজেই এই ক্লান্তির ছাপ দূর করা সম্ভব। লিপিস্টিক এবং তার সাথে কিছু গ্লস ব্যবহার করুন। দেখবেন চেহারার ক্লান্তিভাব অনেক কমে গেছে।
৪। মেকআপ করতে গিয়ে দেখলেন ভ্রু প্লাক করা হয় নি। এখন কী উপায়? আছে এরও সমাধান। ব্রাশে করে খানিকটা বাদামি আইশ্যাডো বা বাদামি আই পেন্সিল ভ্রুর নিচে লাগান। দেখবেন ভ্রু চিকন দেখাছে।
৫। মাস্কারা বেশি হয়ে গেলে অতিরিক্ত মাশকরার উপরে ক্লিয়ার মাস্কারা বুলিয়ে নিন কয়েকবার। দেখবেন মাস্কারা হালকা হয়ে গেছে।
৬। লিপস্টিক দীর্ঘ সময় স্থায়ী করতে চাইলে লিপস্টিক লাগানোর আগে হালকা ফাউন্ডেশন বা কমপ্যাক্ট পাউডার ছিটিয়ে দিন।
৭। মেকআপের সময় ত্বকে ফাউন্ডেশন বেশি পড়ে গেলে ভেজা স্পঞ্জ দিয়ে চেপে দিন ত্বকের সাথে।
৮। চোখের চারপাশে বা ঠোঁটের কোণে ফাউন্ডেশন বেশি পড়ে গেলে একটি ভেজা ভেজা স্পঞ্জ দিয়ে চেপে মিশিয়ে নিন।
৯। অনেক সময় মুখে অতিরিক্ত ব্লাশন পড়ে যায় তখন দেখতে খারাপ লাগে। এমন অবস্থায় একটি খালি ব্রাশ চক্রাকারে গালে ঘষুন। যদি খুব বেশি শুকনা হয়ে যায়, তবে একটি স্পঞ্জ হালকাভাবে ঘষুন। কয়েক মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।
১০। আইশ্যাডো চোখে ছড়িয়ে গেলে একটি নরম ব্রাশ নিয়ে হালকাভাবে ব্রাশ করুন। যদি ব্রাশ দিয়ে না ঠিক করা যায় তবে হাতের আঙুল দিয়ে একটু ঘষে তারপর ব্রাশ দিয়ে ঘষুন।

You may also like

Leave a Comment