মেকআপের সাবধানতা টিপস

মেকআপ

মেকআপে মেরামতি বললে নেহাত মন্দ হয় না! একটু বুঝিয়ে বলা যাক ব্যাপারটা৷ আমরা অনেকেই বছরের পর বছর ধরে একই মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি৷

 

অথচ ভুলেও দেখি না তাদের এক্সপায়ারি ডেট, কতবার ব্যবহার করা উচিত, কিংবা ব্যবহারের পর কীভাবে যন্ত্রে রাখতে হয় মেকআপ কিট৷ অথবা চোখে বা ত্বকে সংক্রমণ হলে কোন ধরণের মেকআপ ব্যবহার করা যাবে না৷

 

এসব নিয়ে আমরা মেকআপ করার আগে দুবার তো কোন ছাড়- এক-আধবারও কি কখনও ভাবি? উত্তরটা স্রেফ আর স্রেফ না৷ অথচ এ বিষয়ে আমাদের ন্যূনতম কিছু ধারণা রাখা উচিত৷ আসুন জেনে নেওয়া যাক এ প্রসঙ্গে৷

 

১. মেকআপের আয়ু বাড়ানোর সবচেয়ে ভালো উপায় প্রয়োজন না হলে এর সীল না খোলা আর নতুন মেকআপ কিনে সোজা রেখে দিন ফ্রিজে৷ খেয়াল রাখবেন যাতে সরাসরি সূর্যের আলো মেকআপ প্রোডাক্টের উপর না পড়ে৷

 

২. একবার ব্যবহারের পর মেকআপের ঢাকা বা শিশি সবসময় টাইট করে বন্ধ হয়েছে কি না একবার দেখে নিন৷

 

৩.সমস্ত মেকআপের মধ্যে মাসকারার আয়ু সবচেয়ে কম৷ শুনলে অবাক হবেন মাত্র তিন মাস৷ কারণ তারপর পুরনো মাসকারা ব্যবহারে চোখে সহজেই ব্যাক্টেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে৷ আর ভুলেও নব্বই দিন পেরিয়ে গেলে মাসকারায় জল মিশিয়ে ব্যবহারের চেষ্টা করবেন না৷ তাতে হিতে বিপরীত হবে বই কী!

৪. আই পেন্সিল বা কাজল পেন্সিলের ব্যাপারটা একটু আলাদা৷ নির্ভয়ে ব্যবহার করতে পারেন টানা দু বছর৷ তবে প্রতিবার ব্যবহারের আগে মুখটা কেটে নিতে ভুলবেন না৷

৫.লিক্যুইড আইশ্যাডোর আয়ু মাত্র একবছর৷ তবে পাউডার আইশ্যাডো হেসেখেলে দুবছর চালিয়ে নিতে পারেন৷

মেকআপ

৬.  চোখে যদি কোনওরকম ইনফেকশন হয়, তাহলে ভুলেও মেকআপের দিকে হাত বাড়াবেন না৷ দুদিন না হয় একটু নো মেকআপ লুকে থাকলেন, চোখটা তো বাঁচবে৷

 

৭.একই লিপস্টিক ব্যবহার করতে পারেন টানা দু বছর৷ কিন্তু কখনও শুনেছেন কি প্রতিবার ব্যবহারের আগে লিপস্টিকের মুখটা একটু ছুঁচলো করে নিতে হয়? আজ্ঞে হ্যাঁ, মেকআপ বিশেষজ্ঞদের মতে, এটাই দস্তুর৷

 

৮.ক্রিম ব্লাশ একবছর আর পাউডার ব্লাশ নির্ভয়ে দু বছর মুখে লাগাতে পারেন৷

 

৯.মেকআপ করার আগে যদি দেখেন তা থেক কোনও দুর্গন্ধ আসছে বা সবজে রঙের কোনও ছোপ পড়েছে, তাহলে ভুলেও ওই মেকআপ লাগাবেন না৷ তাহলে সোজা ডার্মাটোলজিস্টের কাছে ছুটতে হবে৷

 

১০.ময়েশ্চারাইজার বেসড ফাউন্ডেশন আর কনসীলিয়র মাত্র আঠারো মাস ঠিক থাকে৷ আর এরপর ব্যবহার করলে কী হবে, বা হবে না, সে বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারবে না৷

 

১১.যখন কোনও নতুন মেকআপ প্রোডাক্ট ব্যবহার শুরু করবেন, তখন তার উপর ডেট লিখে রাখুন৷ পরে আপনার নিজেরই মনে রাখতে সুবিধে হবে৷

Leave a Reply