স্মার্টফোনে থাকা একটি অ্যাপের সাহায্যেই দরজা খোলার কাজটি সেরে নেওয়া যাবে। ‘আগস্ট’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা এই অ্যাপের কোড ব্যবহার করে ব্যবহারকারী এবং তার অনুমোদিত অন্য কেউ সহজেই দরজা খুলতে পারবে।
কিভাবে কাজ করবে এই অ্যাপ? প্রাথমিকভাবে যে কেউ অ্যাপটি নিজের স্মার্টফোনে ইন্সটল করে নিতে পারবে। পরবর্তীতে কেউ চাইলে তার ঘরে প্রবেশের জন্য যাকে প্রবেশাধিকার দেবে, সে নির্দিষ্ট কোড ব্যবহার করে তার স্মার্টফোনে থাকা অ্যাপ ব্যবহার করে খুলতে পারবে ঘরের দরজা। আর এক্ষেত্রে একটি কোড ব্যবহার করা যাবে একবার মাত্র দরজা খোলার জন্য।
আর বিশেষ এই তালার মূল্য পড়বে সর্বমোট ৫০০ ডলার। তবে স্মার্টফোন সহজেই হ্যাক করা সম্ভব। তাই এই তালা খুব একটা নির্ভরযোগ্য হবে না বলেই মনে করছেন অনেকে।