কম্পিউটার কিংবা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন অনেকেই৷ এসব গেমের কিছু কিছু এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে৷ গেম ডিজাইন আর ডেভেলপের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি কাজ করছেন মেয়েরাও৷
বাংলাদেশী কোম্পানির তৈরি গেম বিশ্বজুড়ে জনপ্রিয়তাও পাচ্ছে৷ যেমন আইফোন ব্যবহারকারীদের একটি প্রিয় গেম হলো ‘টিপ ট্যাপ অ্যান্ট’৷ এর নির্মাতা ‘রাইজ আপ ল্যাবস’। দৈনিক সমকালের চলতি বছরের ২০ আগস্ট তারিখের এক প্রতিবেদনে রাইজ আপ ল্যাবসের সাফল্যের খবর প্রকাশিত হয়েছে৷ টিপ ট্যাপ অ্যান্ট গেম থেকে কোম্পানির আয় হয়েছে প্রায় ৭০ হাজার মার্কিন ডলার৷
২০০৫ সালের দিকে দেশে প্রথমবারের মতো মোবাইল প্ল্যাটফর্মে গেম ডেভেলপ শুরু হয়৷আইটিআইডাব্লিউ, শাপলা অনলাইন, নর্থ বেঙ্গল আইটি, রেলিসোর্স টেকনোলজিস, সালেহা আইটি, অ্যালবাট্রস টেকনোলজিসসহ বেশ কিছু প্রতিষ্ঠান দেশেই আন্তর্জাতিক মানের গেম তৈরি করছে৷
অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের গেম তৈরিতে পারদর্শী হয়ে উঠছেন বাংলাদেশের ডেভেলপাররা৷ এদের মধ্যে মেয়েরাও রয়েছেন৷ ‘বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি’র এক কর্মকর্তা বলেন, ছেলেদের পাশাপাশি অনেক মেয়েও গেম ডিজাইনের কাজ করছেন৷ তবে সঠিক সংখ্যাটা কত হতে পারে সেটা তিনি বলতে পারেন নি৷ তবে নানা কারণে আরও বেশিসংখ্যক তরুণী এ কাজে সম্পৃক্ত হতে পারছেন না বলেও মনে করেন তিনি৷
এদিকে প্রযুক্তি বিষয়ক লেখক বদরুদ্দোজা মাহমুদ তুহিন বললেন গেম ডেভেলপের চেয়ে গেম ডিজাইনিং এ বেশি সংখ্যক মেয়ে কাজ করছেন৷
সমকাল পত্রিকার ওই প্রতিবেদনে অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক এর বাংলাদেশ অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানির একটি মন্তব্য প্রকাশিত হয়েছে৷ তিনি বলেছেন, বিলিয়ন ডলারের গেমসের বাজারে বাংলাদেশ প্রবেশ করলেও তা প্রত্যাশিত নয়৷ এজন্য নতুন ডেভেলপার তৈরিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার