Home টিপস-এন্ড-ট্রিকস মোবাইল ব্যাবহার সম্পর্কে কিছু টিপসএন্ডট্রিকস

মোবাইল ব্যাবহার সম্পর্কে কিছু টিপসএন্ডট্রিকস

by shamim ahmed
মোবাইল

মোবাইল ব্যাবহার সম্পর্কে কিছু পরামর্শ :::
মোবাইল ব্যাবহার আমাদের দেশে এখন বেড়ে গেছে আগের চাইতে বহুগুন। তাই
সবার হাতে হাতে এখন মোবাইল দেখা যায়। মোবাইল ব্যাবহার যে কতটা দরকারি সেটা সবার
কাছে পরিস্কার হয়ে গেছে। এই অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস টি ব্যাবহার করতে হবে কিভাবে সে বেপারে আমাদের সমাঝে সচেনতার অভাব আছে। ক্ষতিকর কিছু রশ্নি মোবাইল থেকে বের হয় এবং সেটা মানুষের দেহের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলে।
তাই বিশেষজ্ঞরা মোবাইল ব্যাবহার করার নিয়ম হিসেবে কিছু পরামর্শ দিয়েছেঃ
১. মোবাইল আপনার শরীর থেকে যতটা সম্ভব দূরে রাখুন। সবচেয়ে বেশি রশ্নি বিকিরন হয় ফোন এ কথা বলার সময়। এই জন্য কান থেকে মোবাইল কিছুতা দূরে রাখা ভাল। তার যুক্ত সেট অথবা ব্লুটুথ সহ যেই
সমস্ত হেডসেট আছে সেগুল ব্যাবহার করা ভালো।
২. মাথা থেকে মোবাইল দূরে রাখুন এবং মাথায় মোবাইল কখন ও চেপে ধরবেন না।
৩. খুব বেশি প্রয়োজন ছাড়া মোবাইল এ বেশিক্ষণ কথা বলবেন না।
৪. ফোন না করে যেই সমস্ত কাজ এস এম এস এর মাধমে করা যায় সেখানে ফোন না করা ই ভালো।
৫. যতটা সম্ভব মোবাইল দূরে রেখে লাউড স্পিকার দিয়ে কথা বলুন।
৬. যেই সমস্ত জায়গায় ফ্রিকোইয়েন্সি কম সেখানে প্রয়োজন ছাড়া কথা বলা উচিত নয়।
৭. রেডিও তরঙ্গ মাধ্যমের অন্যতম প্রধান কারন হিসেবে কাজ করে ধাতু ও পানি, সেইজন্য ধাতব ফ্রেমের
দ্বারা তৈরি চশমা, সানগ্লাস অথবা আপনার চুল যদি ভিজা থাকে তাহলে ফোন এ কথা বলবেন না।
৮. ফোন আসলে আগে রিছিভ করুন পরে কানে দিন। কারন যখন ফোন রিছিভ হয় তখন রেডিও
ফ্রিকোইয়েন্সি সবচাইতে বেশি আদান প্রদান হয়।
৯. মোবাইল ফোন ব্যাবহার না করে যদি সুযোগ থাকে তাহলে ল্যান্ডফোন ব্যাবহার করুন।
১০. চালু থাকলে মোবাইলটি বুক অথবা প্যান্ট এর পকেটে না রেখে হাত এ রাখুন।
১১. শিশুদের থেকে যতটা সম্ভব দূরে রাখুন।
১২. মেডিকেল ইমপ্ল্যান্ট করা হয়েছে এমন শরীর থেকে মোবাইল কমপক্ষে ১৫ সেঃমিঃ দূরে রাখুন।

You may also like

Leave a Comment