Home রূপচর্চা যা করলে আপনার ঠোঁটের লিপস্টিক থাকবে দীর্ঘক্ষণ !

যা করলে আপনার ঠোঁটের লিপস্টিক থাকবে দীর্ঘক্ষণ !

by shamim ahmed

ঠোঁটে লিপস্টিক লাগান কিন্তু পার্টিতে গিয়ে একটা কিছু খেলেই লিপস্টিক হাওয়া হয়ে যায়। এটা সব নারীরই একটি কমন সমস্যা। এই সমস্যায় মেজাজও খারাপ হয় অনেকের। কিন্তু কোনভাবেই কোন উপায় বের করতে পারছেন না এইতো? তাহলে আপনার জন্যই রয়েছে কিছু টিপস। যা করলে আপনার ঠোঁটের রঙ মুছে যাবে না সহজে।

যে টিপসগুলো অনুসরণ করবেন:

*. ঠোঁট যদি হয় শুষ্ক ও রুক্ষ তাহলে লিপস্টিকের রঙ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। তাই ঠোঁট আর্দ্র রাখার চেষ্টা করুন আগে। একটু মধু ও ও চিনি মিশিয়ে তা আগে ঠোঁটে লাগান তারপর লিপস্টিক লাগালে তা থাকবে অনেকক্ষণ।

*. লিপস্টিক লাগানোর আগে লিপ বামও লাগিয়ে নিতে পারেন। এতেও রঙ থাকবে অনেকক্ষণ।

*. ফাউন্ডেশন তো মুখে লাগান। এবার থেকে ঠোঁটেও ট্রাই করুন। দেখবেন লিপস্টিক সহজে মুছবে না।

*. কনসিলার দিয়ে ঠোঁটের চারপাশে দাগ একে নিন। এতে লিপস্টিক ছড়িয়ে পড়বে না। লিপ লাইনার লাগিয়ে তারপর লিপস্টিক মাখুন।

*. সবশেষে লিপস্টিক লাগানোর পরে। এতে একটি টিস্যূ পেপার রাখুন। এরপর পাউডার ব্রাশ করুন। দেখবেন পার্টি শেষ কিন্তু লিপস্টিকের কিছু হয়নি।

You may also like

Leave a Comment