আজকাল সাধারণত সকল অনুষ্ঠানই রাতে হয়ে থাকে। প্রত্যেক অনুষ্ঠানেই মেয়েরা চায় নিজেকে আকর্ষনীয় করে তুলতে। রাতের আনুষ্ঠানের সাজে মূল অংশ হল চোখ। কিন্তু সেই অংশটিই অনেক সময় অন্যান্য সজ্জার অন্তরালে বাদ পরে যায়। আসুন না এমনভাবে চোখ সাজাই যাতে আপনার দৃষ্টিতে সকলে বন্দি হয়ে যায়।নিজের চোখকে আকর্ষনীয় করে তুলতে হলে, আপনি যা করবেন তা নিয়ে আজকের পোস্ট।
রাতের সাজে চোখের মেকাপ যেমন হবে-
১। প্রথমে মেকাপের বেইজ তৈরি করে নিতে হবে। বেইজ মানে ত্বক পরিষ্কার করে ফাউন্ডেশন, ফেস-পাউডার লাগিয়ে ত্বকের উজ্জ্বলতা সৃষ্টি করা।
২। এরপর আপনি আপনার ড্রেস-আপের রঙ অনুযায়ী ভ্ররুর নিচের অংশে হাইলাইটস দিন।
৩। এখন ড্রেসের রঙ অনুযায়ী শ্যাডোর সাথে হালকা গোল্ডেন রঙের শ্যাডোর শ্যেড দিন।
৪। আপনি যদি ডার্ক রঙের পোশাক পরে থাকেন, তাহলে শ্যাডোর উপর একটু কালচে ভাব আনতে পারেন।
৫। এর জন্য আপনাকে শ্যাডোর উপর আইলাইনারের মত কাজল দিয়ে একেঁ নিয়ে শ্যাডো ব্রাশ দিয়ে শ্যেড তৈরি করে নিতে হবে।
৬। এখন আপনি চোখের উপর আইলাইনার দিন।
৭। এবার আপনি চোখের উপরে ও নিচে কাজল দিন।
৮। সবশেষে দিতে হবে মাশকারা, এতে আপনার চোখের পাপড়ী দেখতে অনেক আকর্ষনীয় হবে।
৯। আপনি চাইলে চোখের নিচে ড্রেসের রঙের শ্যাডো দিতে পারেন।
একটি সুন্দর চোখই পারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে। চোখ বা নয়নকে আপনি যদি মূখ্যভাবে উপস্থাপন করতে চান, তবে এ পদ্ধতি অনুসরণ করে নিজেকে করে তুলুন অনু্ষ্ঠানের মধ্যমণি।