রূপচর্চার চটজলদি কিছু সমাধান টিপস।

রূপচর্চার চটজলদি কিছু সমাধান টিপস।

 

ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিচর্যা করতে অনেকেই পছন্দ করেন না। অথচ কিউট থাকতে কার না ভালো লাগে! আলসে মেয়েদের রুপের নানা সমস্যার চটজলদি সমাধান থাকচে আজকের টিপসে।

রূপচর্চার চটজলদি কিছু সমাধান-

-> যাঁদের চুল বেশি উস্কোখুস্কো তাঁরা ঘুম থেকে উঠেই মহা ঝামেলায় পড়ে যান। চুল যেন আরো বেশি অবিন্যস্ত হয়ে যায়। তাঁরা স্যাটিনের কভার লাগানো বালিশে শুতে পারেন। চুলে জট অনেক কম পড়বে। বাড়িতে যারা স্ট্রেটনার ব্যাবহার করেন তাঁদেরও সেই সমস্যা। স্যাটিন কভার লাগানো বালিশ ব্যাবহার করলে কমে যাবে।

-> নেল পলিশ শুকানোর ধৈর্য অনেকেরই থাকেনা না। একটু এদিক-অদিক করলে লেপ্টে যাবার সম্ভাবনা ও কম না। তারাতারি শুকিয়ে নেওয়ার সহজ উপায় হল, ঠাণ্ডা পানিতে হাত ডুবিয়ে রাখুন। এতে রং সেট হয়ে যায়।

-> ভ্যাসলিনের উপকারিতা সবারই জানা। ফাটা ঠোঁট, শুষ্ক কনুই, রুক্ষ গুড়ালি- যেকোনো সমস্যার ভ্যাসলিনই ভরসা। মেকআপ রিমুভার শেষ হয়ে গেলেও ভ্যাসলিন দারুন বিকল্প। তবে ভ্যাসলিনের আরও কিছু গুণ রয়েছে। মাস্কারা শেষ হয়ে গেলে হালকা করে চোখের পাতায় লাগিয়ে নিন। চোখ জলমল করবে। কলারবোন হাইলাইট করতেও অল্প একটু ভ্যাসলিন লাগিয়ে ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়ে নিন।

-> জিম থেকে বেরিয়েই কি আপনার মুখটা অস্বাভাবিক লাল হয়ে যায়? দুশ্চিন্তার কোনো কারন নেই। ওয়ার্কআউট করার পর বেশিরভাগ মানুষেরই মুখের রং বদলে যায়। চট করে এই লালচে ভাব কাটানোর জন্য একটা ঠান্ডা তোয়ালে নিয়ে গলার পিছনে লাগান। নিমিষে ত্বকের স্বাভাবিক রং ফিরে আসবে।

-> অনেকেরই মাথায় খুশকি হয়। একটুতেই মাথা চুলকায়। চটজলদি আরাম পেতে লেবুর রস স্কেল্পে লাগান। টানা কিছুদিন লাগালে ভালো উপকার পাবেন।

-> লিপস্টিক খেয়ে ফেলার স্বভাব আছে? বার বার লিপস্টিক লাগাতে ভালো লাগেনা? লিপস্টিক লাগানোর আগে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিন। এতে লিপস্টিক অনেক্ষন থাকবে।

->  আলতোভাবে আই পেন্সিল অনেকেই ব্যাবহার করতে পারেন না। একটুতে বেকায়দায় চাপ পড়ে  পেন্সিল ভেঙ্গে যায়। এই সমস্যার একটি সহজ সমাধান রয়েছে। ব্যাবহার করার আগে বা পেন্সিল কাটার আগে ১০ মিনিট ফ্রিজারে রেখে দিন। এতে পেন্সিলগুলো অনেক শক্তপোক্ত হবে।

-> চোখ ফুলে গেলে চোখের উপর ঠান্ডা টি-ব্যাগ লাগিয়ে ২০ মিনিট শুয়ে থাকুন। ফোলা ভাব অনেকটাই কমে যাবে। চোখের তলার কালিও হালকা হয়ে আসবে।

Leave a Reply