লাখো ব্যবহারকারী এনক্রিপশন বাগ ঝুঁকিতে ?

ওয়েব সার্ভার এবং ওয়েব ইউজারদের মধ্যে ডেটা এনক্রিপ্ট করার সফটওয়্যারে উপস্থিত ওই বাগটিকে চিহ্নিত করা হচ্ছে ‘ফ্রিক’ নামে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিল অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি ও অ্যাপলের সাফারি ওয়েব ব্রাউজারের সীমিত সংখ্যক ব্যবহারকারীরা ‘ফ্রিক’ ঝুঁকিতে আছেন। তবে এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাও ঝুঁকিতে আছেন বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট।

সফটওয়্যার বাগটির সুযোগ নিয়ে এনক্রিপ্টেড ডেটার উপর নজরদারি করা সম্ভব বলে সতর্ক করে দিয়েছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

‘ফ্রিক’ আবিষ্কার করেন এনক্রিপশন ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কার্তিকায়ন ভারগাবন। সাইবার নিরাপত্তাবিষয়ক এক গবেষক দলের পরিসংখ্যান অনুযায়ী, ওয়েবের শীর্ষ ১০ লাখ ওয়েবসাইটের মধ্যে প্রায় ১০ শতাংশ ‘ফ্রিক’ ঝুঁকিতে আছে।

ধারণা করা করা হচ্ছে ‘ফ্রিক’ মোকাবেলায় মার্চ মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ সফটওয়্যার প্যাচ ইসু করবে অ্যাপল।

মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ফ্রিক’ ঝুঁকিতে আছে বাজারে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবগুলো সংস্করণ। ‘ফ্রিক’ মোকাবেলার জন্য নতুন সফটওয়্যার প্যাচ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

Leave a Reply