Home সফটওয়্যার লেটেস্ট IDM 6.23 ক্রা-ক ভার্সন একদম গরম গরম জলদি ডাউনলোড করুন

লেটেস্ট IDM 6.23 ক্রা-ক ভার্সন একদম গরম গরম জলদি ডাউনলোড করুন

by shamim ahmed

আমারা যারা ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করি তারা মোটামুটি ভাবে IDM শব্দ টির সঙ্গে ভাল ভাবেই পরিচিত। আর যারা আমারা জানি না তাদের জন্যই বলছিঃ

IDM যার ফুল নাম Internet Download Manager এটি একটি ডাউনলোডার সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু হাই স্পিড এ ডাউনলোড করতে পারবেন, এই ছোট সফটওয়্যার টি আপনার ডাউনলোড ম্যানেজার হিসেবে কাজ করবে। তো আশা করি IDM সফটওয়্যার টি আপনাদের অবশ্যই কাজে লাগবে। ত আসুন জেনে নেই আজকের  IDM এর টিউন সম্পর্কে।

IDM 6.23 হোল একদম লেটেস্ট ভার্সন যা আজকেই রিলিস ও সঙ্গে দেবেআপনাকে নিউ কিছু ফিচার আর নুতুন নুতুন সুবিধা সঙ্গে হাই স্পীড ডাউনলোড ক্ষমতা।

আসুন দেখে নেই কি আছে এই নুতুন ভার্সন এঃ

  • এই ভার্সন পাবলিশ তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০১৫।
  • মোজিলা ফায়ারফক্স ৩৬ ইন্টারনেট ব্রাউজার সাপোর্ট।
  • ক্রম সাপোর্ট ৪২ নাম্বার ভার্সন এর সঙ্গে।
  • সি মানকি এর লেটেস্ট ভার্সন সাপোর্ট।
  • সঙ্গে কিছু বাক ফিক্স করা হয়েছে।

কেন ব্যাবহার করবেন এই IDM আসুন দেখে নেইঃ

  • IDM হোল বিশ্বের এক নম্বর ডাউনলোড ম্যানেজার।
  • এর রয়েছে ৫ স্তর এর ডাউনলোড স্পীড সুবিধা।
  • মজিলা,ক্রম সহ ১৫০+ ইন্টারনেট ব্রাউজার সাপোর্ট করে।
  • সহজেই Youtube ভিডিও ডাউনলোড করতে পারবেন।
  • অফলাইন সার্ভার HTTP সাপোর্ট সুবিধা।
  • রিসুম করে ডাউনলোড করে নিতে পারবেন।
  • সিডুল ডাউনলোড সুবিধা সঙ্গে ডাউনলোড শেষে পিছি অফ হয়ে যাবে অটোমেটিক।
  • অনেক বেশি সেফ ও বিশ্বাসী ডাউনলোডার।

এ ছাড়াও আর অনেক সুবিধা পাবেন এই IDM এর ভার্সন এ কোন প্রকার সমস্যা ছাড়াই। তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন।

You may also like

Leave a Comment