17
রুটি একবার ভেজে ফেললে পরে তা আর খাওয়াই হয় না। সকালে ভেজে রাখা রুটি বিকেলে খেতে পারেন না অনেকেই। কারণ রুটি ঠাণ্ডা হয়ে এলে শক্ত হয়ে যায়। আবার নতুন করে গরম করলেও খেতে স্বাদ লাগে না একেবারেই। কিন্তু এই বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে এটি দিয়েই তৈরি করতে পারেন অসাধারণ সুস্বাদু একটি মিষ্টি। ‘মালিদা’ মূলত আফগানিস্তানের একটি ট্র্যাডিশনাল মিষ্টি। খুব সহজেই বেঁচে যাওয়া রুটি দিয়ে এই অতুলনীয় স্বাদের মিষ্টি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক রেসিপিটি।