শুষ্ক ত্বকের যত্নে ফেসমাস্ক !

শুষ্ক ত্বকের যত্নে ফেসমাস্ক !

 

বলাই বাহুল্য যে একেক জনের ত্বকের ধরন থাকে একেক রকম। তাই অতি অবশ্যই নিজের ত্বকের ধরণ বুঝে সেই অনুযায়ী প্রসাধনী ব্যবহার ও রূপচর্চা করা উচিত।যাদের শুষ্ক ত্বক তারা খুব সমস্যায় ভুগে থাকেন।তাই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থেকে নিজেকে বাঁচাতে আপনাদের জন্য রয়েছে কিছু সহজ টিপস।

শুষ্ক ত্বকের যত্নে ফেসমাস্ক-

আপেল ও কুমড়া মাস্ক

অর্ধেক আপেল, ছোট এক টুকরা কুমড়া, এক চামচ মধু ও এক চামচ ওটামিল। সব গুলো উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট করে নিন। তারপর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।

ডিম ও মধুর মাস্ক

একটি ডিম, এক চামচ মধু, হাফ চামচ অলিভ ওয়েল, ও কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর ত্বকে লাগিয়ে নিন আলতো হাতে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

কলা, মধু ও অলিভ ওয়েল মাস্ক

একটি মাঝারি আকৃতির কলা, এক চামচ মধু ও এক চামচ অলিভ ওয়েল নিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এই মাস্কগুলো শুষ্ক ত্বকের জন্য অনেক বেশি উপকারী। তাই প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ দিন নিয়ম করে ব্যবহার করুন, উপকৃত হবেন।

Leave a Reply