-
১/ সারাদিন বাইরের গরমে ছুটোছুটি করে ক্লান্ত আর অনুজ্জ্বল দেখাচ্ছে আপনাকে? রাতের সাজে আইল্যাশ কারলার দিয়ে চোখের পাপড়ি গুলো কার্ল করে নিন, এর পর ঘন কয়েক পরত মাস্কারার প্রলেপ বুলিয়ে নিন। দেখবেন চেহারার ক্লান্ত ভাব অনেকটাই কম দেখাচ্ছে।
-
২/ রাতে ভালো ঘুম না হওয়ার কারণে চোখ ছোট দেখাচ্ছে? ল্যাভেন্ডার বা লাইট পার্পল শেডের ম্যাট বা স্যাটিন ফিনিশ এর আইশ্যাডো চোখে ব্যবহার করুন। চোখের ভেতরের কোনায় অর্থাৎ tear duct এ হালকা সোনালি শিমারি শ্যাডো দিয়ে হাইলাইট করুন। একটু মোটা করে আইলাইনার দিন। দেখবেন ঘুমন্ত চোখদুটি কেমন জেগে উঠেছে।
-
৩/ ত্বক রুক্ষ আর মলিন হয়ে থাকায় অনেকসময় বেইস মেকাপ ঠিক মতো বসেনা। নিয়মিত স্ক্রাব করলেও গরমে ত্বক অমসৃণ থেকেই যায়। মেকআপ শুরু করার আগে হালকা কোন স্ক্রাব ব্যবহার করুন, এরপর ময়েশ্চারাইজার দিয়ে ১০ মিনিট পর বেইস শুরু করুন।
-
৪/ ত্বক ফ্যাকাশে দেখাচ্ছে? কন্সিলার ব্যবহার করার পর ব্লাশ ব্যবহার করুন একটু বেশি পরিমাণে। এর পর ফাউন্ডেশন দিন। ভালো ভাবে blend করুন। দেখবেন ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে চেহারায় বাড়তি উজ্জ্বতা যোগ হয়েছে। তবে এক্ষেত্রে ফাউনডেশন এরপর আলাদা করে আর ব্লাশ দেওয়ার প্রয়োজন নেই। কারণ আগের ব্যবহার করা ব্লাশই natural healthy glow হিসেবে কাজ করবে।
-
৫/ ঠাণ্ডা / সর্দির কারণে নাক আর নাকের চারপাশ লালচে হয়ে আছে? লালচে ভাব দূর করতে হালকা সবুজ কন্সিলার সামান্য পরিমাণে নিন, কন্সিলার ব্রাশ এর সাহায্যে ভালো ভাবে মিশিয়ে দিন। এর উপর হালকা ফেস পাউডার বুলিয়ে নিলেই দেখবেন লালচে ভাব গায়েব।
-
৬/ ত্বকের বড় পোরস গুলো ঢেকে ফেলার জন্য মেকআপ বেইস এর ওপর মিনারেল পাউডার ব্যবহার করুন। ত্বক তৈলাক্ত হলে ক্রিম বেসড ফাউন্ডেশন, ব্লাশ ব্যবহার না করাই ভালো। এতে মেকাপের ২-৩ ঘণ্টা পরে পোরস গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।
-
৭/ অনেক সময় লিপস্টিকের রং যতটা উজ্জ্বল হয়, ঠোঁটে দেয়ার পর আর ততটা উজ্জ্বল দেখায়না। এক্ষেত্রে উজ্জ্বল রং ধরে রাখতে তা লাগানোর পূর্বে ঠোঁটের ওপর এক পরত কন্সিলার লাগিয়ে নিন। এর পর লিপস্টিক লাগান। উজ্জ্বলতার সাথে সাথে তা হবে দীর্ঘস্থায়ী।
-
৮/ চোখের পাপড়ি ঘন দেখাতে মাস্কারা লাগানর পূর্বে একটু সাদা লুজ পাউডার ব্যবহার করুন, তারপর মাস্কারা লাগান। এটি চোখের পাপড়ি ঘনও বড় দেখাতে সাহায্য করে।