উপকরন :
সেমাই – ১/২ প্যাকেট
তরল দুধ – ১ লিটার
গুঁড়া দুধ – ৩ টেবিল চামচ
ডানো – ৪ টেবিল চামচ (ঐচ্ছিক )
ঘি – ৩ টেবিল চামচ
চিনি – পরিমান মতো
পেস্তা /কাজু বাদাম কুচি – ইচ্ছামতো
কিশমিশ – ৭-৮ টি
এলাচ – ২-৩ টি
দারুচিনি – ১-২ টি
চায়না গ্রাস – পরিমান মতো
প্রনালি : –
– চায়না গ্রাস স্বাভাবিক তাপমাত্রার পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখুন ।
– প্যানে ঘি দিয়ে সেমাই অল্প আচে লালচে করে ভাজুন ।
– আরেকটি পাত্রে দুধ ,এলা্চ ,দারুচিনি দিয়ে জ্বাল দিন ।
– একটি বাটিতে সামান্য তরল দুধ ও গুঁড়া দুধ মিশিয়ে নিন।
– ফুটে উঠলে চায়না গ্রাস ও গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকুন ।
– চায়না গ্রাস পুরপুরি গলে গেলেও দুধ জ্বাল দিয়ে ঘন করুন ।
– এবার ভাজা সেমাই ও কিশমিশ দিয়ে দিন।
– ৫-৭ মিনিট পর চিনি ও ডানো দিয়ে নাড়ুন ।
– সেমাই হয়ে গেলে দারুচিনি ও এলাচ দিয়ে নামিয়ে ফেলুন।
– চারকোণা বাটিতে ঢেলে উপরে বাদাম কুচি ছিটিয়ে দিন ।
– ঠাণ্ডা করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন ।
– ফ্রিজ থেকে বের করে ইচ্ছামতো শেপে কেটে নিন ।
* সেমাই বরফি শুধু গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন ।
পরিবেশন :-
সাভিং ডিশে রেখে সুন্দর করে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ।