Home মোবাইল স্যামসাং নিয়ে এলো দুটি নতুন মডেলের মোবাইল

স্যামসাং নিয়ে এলো দুটি নতুন মডেলের মোবাইল

by shamim ahmed

স্যামসাং বাংলাদেশে নিয়ে এলো দুটি নতুন মডেলের এবং অসাধারণ ফোন Galaxy E7 ও Galaxy E5 । যেসব গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে পণ্য মান ও স্টাইল সম্পর্কে সচেতন, তাদের জন্য এই স্মার্টফোন দুটি গ্যালাক্সিঅভিজ্ঞতা প্রদান করবে। আশা করা জায় ফোন দুটি আপনাদের জন্য সকল দিক দিয়ে বেস্ট। গ্রাহকদের জন্য উন্নত দেখার অভিজ্ঞতা ও সর্বোত্তম সেলফি সুবিধা প্রদান করবে শক্তিশালী এবং সহজে ব্যবহারযোগ্য এই স্মার্টফোন দুটি।

galaxy e7

চলুন দেখে নেয়া যাক মোবাইল দুটির বিস্তারিত ইনফর্মেশন।

Samsung Galaxy E7

  • Network – GSM / HSPA / LTE
  • OS – Android OS, v4.4.4 (KitKat)
  • Memory – Internal 16 GB, Ram 2 GB
  • Camera – 13 MP + 5 MP

Samsung Galaxy E5

  • Network – GSM / HSPA
  • OS – Android OS, v4.4.4 (KitKat)
  • Memory – Internal 16 GB, Ram 1.5 GB
  •  Camera – 8 MP + 5 MP

You may also like

Leave a Comment