স্যামসাং বাংলাদেশে নিয়ে এলো দুটি নতুন মডেলের এবং অসাধারণ ফোন Galaxy E7 ও Galaxy E5 । যেসব গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে পণ্য মান ও স্টাইল সম্পর্কে সচেতন, তাদের জন্য এই স্মার্টফোন দুটি ‘গ্যালাক্সি‘ অভিজ্ঞতা প্রদান করবে। আশা করা জায় ফোন দুটি আপনাদের জন্য সকল দিক দিয়ে বেস্ট। গ্রাহকদের জন্য উন্নত দেখার অভিজ্ঞতা ও সর্বোত্তম সেলফি সুবিধা প্রদান করবে শক্তিশালী এবং সহজে ব্যবহারযোগ্য এই স্মার্টফোন দুটি।
চলুন দেখে নেয়া যাক মোবাইল দুটির বিস্তারিত ইনফর্মেশন।
Samsung Galaxy E7
- Network – GSM / HSPA / LTE
- OS – Android OS, v4.4.4 (KitKat)
- Memory – Internal 16 GB, Ram 2 GB
- Camera – 13 MP + 5 MP
Samsung Galaxy E5
- Network – GSM / HSPA
- OS – Android OS, v4.4.4 (KitKat)
- Memory – Internal 16 GB, Ram 1.5 GB
- Camera – 8 MP + 5 MP