১০ মিনিটের যত্নে পান উজ্জ্বল দীপ্তিময় ত্বক

বাইরে যাবেন অথচ চেহারা কেমন মলিন দেখাচ্ছে? ত্বকের অনুজ্জ্বলতা আপনার সুন্দর সাজগোজও মলিন করে দেবে। সবসময় নিজের যত্ন নেবার মতো বা রূপচর্চা করার মতো দীর্ঘ সময় আমাদের হাতে থাকে না। তাই বলে কি ত্বক নিষ্প্রভ হয়ে থাকবে? মাত্র ১০ মিনিট সময় ব্যয় করলেই আপনি পেতে পারেন উজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত ত্বক। জেনে নিন একটি চটজলদি কৌশল।

উপকরণ

চন্দনগুঁড়ো, চালের আটা, মসুরডাল গুঁড়ো বা বাটা, চাপাতা, গোলাপজল, গরমপানি।

প্যাক তৈরি

প্যাক তৈরি করতে আপনি মসুরডালের গুঁড়ো বা মসুরডাল বেটে নিয়ে ব্যবহার করতে পারেন। একটি বাটিতে ১ চা চামচ মসুরডাল গুঁড়ো বা বাটা, চন্দনগুঁড়ো ১ চা চামচ, চালের আটা আধা চা চামচ, চা পাতা আধা চা চামচ, সামান্য গোলাপজল ও পরিমাণমতো ফুটন্ত গরমপানি একসাথে ভালো করে মেশান। ঠাণ্ডা না হওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকুন।

ব্যবহারবিধি

ঠাণ্ডা হয়ে গেলে মিশ্রণটি মুখ, গলা ও ঘাড়ে লাগান। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এবার আলতো হাতে মাসাজ করুন পাঁচ মিনিট। এরপর স্বাভাবিক তাপমাত্রার পানিতে ত্বক ধুয়ে ফেলুন। ফলাফল দেখে নিজেই চমকে যাবেন।

Leave a Reply