আজ আমরা ২০১৫ সালের সেরা ৫ টি ল্যাপটপ কম্পিউটার নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে প্রযুক্তি পণ্যের ভিতর ল্যাপটপ কম্পিউটার একটি খুব গুরুত্বপূর্ণ ডিভাইস তো চলুন এবার ২০১৫ সালের এরকমি ৫ টি সেরা ল্যাপটপ কম্পিউটার এর সাথে আমরা পরিচয় হই
১। আপেল ম্যাকবুক এয়ার MD760LL /B
অ্যাপেল ম্যাকবুক এয়ার বর্তমান সময়ে খুব জনপ্রিয়ও একটি ল্যাপটপ কম্পিউটার। এর চমৎকার সব ফিচার এর কারনে সবার কাছে প্রিয় হয়ে ওঠেছে এর আছে
- 4 গিগাহার্জ ডুয়াল কোর ইন্টেল কোর i5 প্রসেসর সাথে 3MB শেয়ার L3 ক্যাশ
- 4 গিগাবাইট 1600 মেগাহার্টজ LPDDR3 Onboard মেমরি
- 128 গিগাবাইট থেকে PCIe ফ্ল্যাশ স্টোরেজ
- 3 ইঞ্চি LED-backlit ওয়াইডস্ক্রিন ডিসপ্লে
- ইন্টেল এইচডি গ্রাফিক্স 5000
- ১২ ঘন্টা ব্যাটারি সাপোর্ট
২। লেনোভো ইয়ো 3 প্রো
লেনোভো বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি ল্যাপটপ কম্পিউটার ব্র্যান্ড এটা টপ লেবেলের কোম্পানির ভিতর একটা। লেনোভো ইয়ো ৩ প্রো এই কোম্পানির একটি মডেল যা এর ফিচার এর কারনে সবার কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই ইয়ো ৩ মডেল যে সকল ফিচার আছে সে গুলো হল
- ইন্টেল কোর এম 5Y70 ব্রডওয়েলের প্রসেসর (60 গিগাহার্জ Turbo, 1.10GHz বেজ 1600MHz 4 মেগাবাইট)
- 3″ কিউএইচডি এলইডি ঝক্ঝকে মাল্টিটাচ সঙ্গে ইন্টিগ্রেটেড ক্যামেরা (3200×1800)
- 0GB DDR3L SDRAM 1600 মেগাহার্টজ
- 512GB সলিড স্টেট ড্রাইভ
- উইন্ডোজ 1 প্রফেশনাল 64 / লেনোভো ওয়্যারলেস এসি / ব্লুটুথ সংস্করণ 4.0
৩। এইচপি স্পেকটের X2
ল্যাপটপ জগতে এইচপি এর নাম বিশ্ব জোরা। এইচপি ল্যাপটপ কম্পিউটার তাদের নানা রকম ব্র্যান্ড এর কারনে সবার কাছে খুব জনপ্রিয় হয়েছে। এইচপি ল্যাপটপ কম্পিউটারের যে সকল মডেল আছে তার ভীতর এইচপি স্পেকটের X2 অন্যতম এই মডেলের যে ফিচার গুলো আছে তার ভীতর আছে
- স্ক্রিন সাইজ: 3 “
- স্ক্রিন রেজল্যুশন: 1920 x 1080
- প্রসেসর টাইপ: ইন্টেল
- প্রসেসর মডেল: i5-4202Y
- প্রসেসর স্পীড: 6GHz
৪। ডেল এক্সপিএস ১৩ (২০১৫)
ডেল এক্সপিএস ১৩ একটি চমৎকার ল্যাপটপ কম্পিউটার যা আপনার কাজের চলার পথকে আরো সহজ করে দিবে। দারুন সব ফিচার নিয়ে এটা বাজারে এসেছে। এটার ব্যাটারি খুব ভাল, ছোট ফুটপ্রিন্ট, আরাম দায়ক কিবোর্ড, আকর্ষণীয় ডিজাইন এবং ১৩ ইঞ্চি মনিটর। মাত্র ২.৬ পাউন্ড ওজন এটার কোর আই ৫ প্রসেসর।