ইন্টারনেটে গতির ঝড় তুলতে আসছে ফাইভজি। পঞ্চম প্রজন্মের এই ইন্টারনেট ব্যবস্থা ২০২০ সালের মধ্যেই চালু হতে পারে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ফাইভজি হবে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ফোরজির চেয়েও ৪০ গুণ গতিময়। ধারণা করা হচ্ছে, ফাইভ জি চালু মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে থ্রিডি কনটেন্ট বিস্তার লাভ করবে। বাজারে বেশ কিছু থ্রিডি ডিভাইসও পাওয়া যাবে। আর এসব থ্রিডি কনটেন্ট ইন্টারনেটে নিরবচ্ছিন্নভাবে দেখতে হলে প্রয়োজন হবে গতিময় ইন্টারনেট ব্যবস্থার। আর সেটিই নিশ্চিত করবে ফাইভজি। কেননা ৫জি ইন্টারনেটে এইটকে মানের ভিডিও থ্রিডিতে উপভোগ করা যাবে। তবে এ ইন্টারনেট অনেক খরচ সাপেক্ষ হবে।