গুগলের ১৬ টি ক্যামেরার হেডসেট

অ্যাকশন ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান গোপ্রো এবং গুগল ইনকরপোরেশন যৌথভাবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করেছে। এটিতে গোপ্রো‘র ১৬ টি ক্যামেরা এবং গুগলের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।

গুগলের ১৬ টি ক্যামেরার হেডসেট
গুগলের ১৬ টি ক্যামেরার হেডসেট

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ডেভেলপারস কনফারেন্সে গুগল তাদের নতুন হেডসেট জনসম্মুখে উপস্থাপন করে।

গোপ্রো দীর্ঘদিন ধরে ভ্রমণপিপাসুদের জন্য অ্যাকশন ক্যামেরা এবং বডি মাউন্টেট ক্যামেরা তৈরি করে আসছে। গুগল গোপ্রো‘র ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে এবার ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বাজারে আনার ঘোষণা দিলো।

এই হেডসেট দিয়ে ৩৬০ ডিগ্রি ভিউতে ভিডিও দেখা যাবে। তবে এখনি এটা বাজারে আসছে না।

Leave a Reply