গুগল ক্রোম এর বুকমার্ক নতুনদের জন্য

গুগল ক্রোম এর বুকমার্ক | নতুনদের জন্য
গুগল ক্রোম এর বুকমার্ক | নতুনদের জন্য

আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার এর বুকমার্ক নিয়ে। আমরা প্রতিনিয়ত শতশত ওয়েবসাইটে ভিজিট করি। প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট ছাড়া সকল ওয়েবসাইটের ঠিকানা আমাদের মনে রাখা সম্ভব না। এজন্য আমরা ব্রাউজারে তা বুকমার্ক করে রাখি।

এখন কথা হচ্ছে যদি এই শতশত ওয়েবসাইটের বুকমার্ক যদি আমরা গুছিয়ে না রাখি তাহলে প্রয়োজনের সময় আমাদের কাজের ওয়েবসাইট খুঁজে পাওয়া খুবই কস্টকর হবে।
এই ঝামেলা এড়ানোর জন্য আমাদের প্রথমেই

যে বিষয়গুলো ভাবতে হবে –

১. কোন ক্যাটাগরিতে কি রাখবো।
২. সাব ক্যাটাগরি থাকবে কিনা।

যা করতে হবেঃ 

১. ক্রোমের সেটিং থেকে বুকমার্ক বার নিয়ে আসুন।
২. এবার বুকমার্ক বারে কার্সর নিয়ে রাইট ক্লিক করে একটি নতুন ফোল্ডার করুন।
৩. এবার প্রয়োজনীয় ওয়েবসাইট ক্যাটাগরি অনুসারে ফোল্ডারে সংরক্ষন করুন।

Leave a Reply