দূর করুন ঝুলে পড়া ত্বকের সমস্যা

ত্বকের সবচাইতে বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক সমস্যাগুলোর মধ্যে ত্বক ঝুলে পড়ার সমস্যা অন্যতম। সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মিতে বেশী সময় ধরে থাকা, অযত্ন এবং চিনি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার কারণে ত্বক ঝুলে পড়ার সমস্যা দেখা দেয়। এর মূল কারণ হচ্ছে এইসকল কাজের কারণে ত্বকের কোলাজেন টিস্যুর স্থায়ী ক্ষতি হয় এবং ত্বক তার স্বাভাবিক ইলাস্টিসিটি হারিয়ে ফেলে। ইলাস্টিসিটি হারানোর কারণেই ত্বক ঝুলে পড়ার সমস্যা দেখা দেয়। তবে এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুবই সহজে। চলুন আজকে শিখে নেয়া যাক দারুণ কার্যকরী এই সমাধানগুলো।

ডিমের সাদা অংশ ও টকদইয়ের মাস্ক

যা যা লাগবে
– ডিমের সাদা অংশ
– ১ চিমটি চিনি
– ২ টেবিল চামচ দই

পদ্ধতি ও ব্যবহারবিধি

– একটি বাটিতে সকল উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মসৃণ মিশ্রণের মতো তৈরি করে ফেলুন যাতে কোনো লাম্প না থাকে।
– এবারে এই মিশ্রণটি ব্রাশের মাধ্যমে পুরো ত্বকে, মুখ , গলা এবং বুকের সামনের অংশে ভালো করে লাগিয়ে নিন।
– ১৫ মিনিট এভাবেই রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যাবহারেই দারুণ ফল পাবেন।

কার্যকারণ

ডিমের স্বাদ অংশ সরাসরি ত্বকের কোলাজেন টিস্যুতে কাজ করে এবং কোলাজেন টিস্যুর ক্ষতিপূরণ করে ত্বকের ইলাস্টিসিটি ফিরিয়ে আনতে সহায়তা করে। ডিমের সাদা অংশ প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট নামে পরিচিত যা ত্বক ঝুলে পড়ার সমস্যা প্রতিরোধ করে এবং ত্বক ঝুলে পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়। এবং টকদই ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

মনে রাখুন জরুরী কিছু বিষয়

– প্রচুর পরিমাণে পানি পান করা উচিত ত্বক ঝুলে পড়ার সমস্যা থেকে বাঁচতে চাইলতে।
– সকালে এবং রাতে কাঠবাদামের তেল এবং ভিটামিন ই ক্যাপস্যুল ভেঙে মিশিয়ে ত্বক ময়েসচারাইজ করার কাজে ব্যবহার করতে পারেন।
– ত্বক ম্যাসাজ করা উচিত নিয়মিত। এতে ত্বকের নিচের রক্ত সঞ্চালন ভালো হয় এবং ত্বকের কোলাজেন টিস্যুর ইলাস্টিসিটি অটুট থাকে।

Leave a Reply