নতুন অ্যাপে সব ইমেইল এক জায়গায় রাখা যাবে

একাধিক ইমেইল একাউন্ট ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ যেখানে নতুন ‘all inboxes’ ফিচারের মাধ্যমে সব মেইল সার্ভিসের মেইলগুলো একজায়গায় রাখা যাবে।

সর্বশেষ এই আপডেটে বেশ কিছু উন্নত বিষয় চালু করা হয়েছে। ফলে ইয়াহু এবং আউটলুকের মত ইমেইল অ্যাকাউন্টের মেইলগুলো একজায়গায় রাখা যাবে। এতে করে ব্যবহারকারীর অনেক সুবিধা হবে। বার বার অন্যান্য ইনবক্স চেক না করে সবমেইল এক স্থানেই দেখতে পাবে। এই আপডেটে বেটার সার্চ, দ্রুত অ্যানিমেশন এবং বড় অ্যাটাচমেন্ট প্রিভিউ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

তবে এই আপডেট কবে নাগাদ আইওএসে উন্মুক্ত করা হতে পারে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে আশা করা যায়, অন্য সকল আপডেটের মতো প্রথমে অ্যান্ড্রয়েডে ও পরে আইওএসে উন্মুক্ত করা হবে এটি।

Leave a Reply