Android ফোন রুট তৈরি করুন খুব সহজেই ভেড়া গুনার চেয়েও সহজ

আপনারা অনেকেই হইত Android ফোন রুট এর কথা শুনেছেন । প্রথমেয় আপনাদের বলছি রুট করলে আপনার ফোনের কোন ক্ষতি হবে না।

এটি আপনাকে এক্সট্রা Features দিবে। এর সাহায্যে আপনি High Defination গেম খেলতে পারবেন । তাছাড়াও চলবে নানা রকম অ্যাপ ।

তো দেরি না করে শুরু করা যাক কাজটি।

প্রথমে এই ফাইলটি ডাউনলোড করেন ডাউনলোড

এরপর আপনার মোবাইল এর ডাটা কেব্‌ল দিয়ে আপনার মেমোরি কার্ড এ কপি করেন (কোন ফোল্ডার এ কপি করবেন না )

এখন ডাটা কেব্‌ল টি খুলে আপনার ফোন টি বন্ধ করুন।

এখন Volume + ও Home Button এবং Shutdown Button একসাথে চেপে কিছুক্ষণ ধরুন। দেখবেন Recovery Mode এসেছে।

এখন আপনার Touch System আর কাজ করবেনা। ভয় পেয়েন্না এটা শুধু মাত্র Recovery Mode এ এরকম হয়।

এখন আপনাকে ওই আপডেট ফাইল টি সিলেক্ট করতে হবে।

আপনাকে সিলেক্ট করার জন্য ভলিউম বাটন ব্যাবহার করতে হবে । উপরে যাওয়ার জন্য উপরের বাটন টিপ দিবেন ও নীচে যাওয়ার জন্য নীচের বাটন টিপ দিবেন।

এখন সিলেক্ট করার পর দেখবেন এটি নীল Screen দেখিয়ে Restart করবে।

ব্যাস হয়ে গেল আপনার রুট। রুট ঠিক মত হয়েছে কিনা তা দেখার জন্য আপনি মেন্যু তে ডুকে Super User নামক একটি অ্যাপ দেখতে পারবেন।

Leave a Reply