যারা নিয়মিত HD মুভি ডাউনলোড করতে চান তাদের জন্য এই সফটওয়ারটি খুব বেশি প্রয়োজন। সফটওয়ারটির নাম GraboidVideo-5.1.4.0।সফটওয়ারটির ফাইল সাইজ মাত্র দেড় এমবি(1.5MB) পরিমানের। এই সফটওয়ারটি দিয়ে HD মুভি ডাউনলোড করা যায়। আর যারা HD কোয়ালিটির নতুন অথবা পুরানো মুভি যারা নামাতে চান তারা GraboidVideo সফটওয়ারটি এখনি ডাউনলোড করে ইনস্টল করে নিন আপনার পিসিতে। সফটওয়ারটি একদম ফ্রী ডাউনলোড করা যাবে।
ফ্রী এই সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এবার দেখা যাক যেভাবে আপনি সফটওয়ারটি ডাউনলোড করে পিসিতে ইনস্টল করবেন।
প্রথম কাজ হচ্ছে সফটওয়ার Graboid ডাউনলোড করা। দ্বিতীয় কাজ, Save File লেখা বাটনে ক্লিক করে সেভ করা। ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে My computer এর অভ্যন্তরে “ডাউনলোড ফোল্ডার”এ
অবস্থিত ডাউনলোডকৃত সফটওয়ারটি পিসিতে RUN করিয়ে ইনস্টল করানো।ইনস্টল প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হলে ডেস্কটপে Graboid সফটওয়ারের আইকন বা লোগো অবস্থান করবে। এবার তৃতীয় কাজ, আইকনটির উপর মাউসের কার্সার নিয়ে ক্লিক করুন।ক্লিক করার সঙ্গে সঙ্গে সফটওয়ারটি ওপেন হবে।চারকোনা আকৃতির একটি বক্স।তার ওপরে ডান পাশে লাল অক্ষরে লেখা “ক্রিয়েট ফ্রী অ্যাকাউন্ট” (Create Free Account)লেখা বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করা হলে একটি সাইন আপ প্রক্রিয়া আসবে, যা আপনাকে সম্পন্ন করতে হবে। your name এর অংশের দুটি ঘরে আপনার ফার্স্ট ও লাস্ট নাম টাইপ করুন। Your E-mail এর ঘরে দুবার আপনার ই-মেইল অ্যাড্রেস টাইপ করুন। Choose Password এবং Confirm Password এর ঘরে দুবার নুন্যতম ছয় অক্ষর বিশিষ্ট পাসওয়ার্ড টাইপ করে “Create Free Account” বাটনে ক্লিক করুন। এবার শেষ ধাপ, আপনার ই-মেইল ওপেন করে Graboid থেকে পাঠানো কর্নফার্ম ম্যাশেজের একটি অংশে “Click to
confirm your account”-এর ঠিক নীচের দিকে “নীল রংয়ে লেখা” কিছু অক্ষরের ওপর মাউসের কার্সারটি নিয়ে ক্লিক করুন।ব্যাস, কাজ শেষ।এভাবেই সম্পন্ন হবে সফটওয়ারটি দিয়ে HD মুভি ডাউনলোড করার উপযোগী করা। আপনি যখনি মুভি ডাউনলোড করবেন প্রতিবারেই ডেস্কটবে অবস্থিত সফটওয়ারটি ক্লিক করে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে পছন্দের ক্যাটাগরি অনুযায়ী মুভি ডাউনলোড করা যাবে।