কেমন আছেন সবাই? আমার আজকের এই পোস্ট শুধু মাত্র যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। আমরা সবাই প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে প্রশ্নের উত্তর মিলাই এই জন্য যে কয়টা হয়েছে বা কত নাম্বার পাব। তবে এর জন্য আমাদের কিছু সময় নষ্ট হয়। তবে মজার ব্যাপার হল একটি পেজ এর খোঁজ পেলাম যারা সকল বোর্ড এর উত্তর প্রকাশ করে পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্য। এতে যারা পরীক্ষা দেয় তাদের জন্য সুবিধা হচ্ছে। আমি গত যে পরীক্ষা গুলো হয়ে সেগুলোর উত্তর Copy করে দিয়েছি। আশা করি কাজে লাগবে।
Dhaka Board :: Bangla 1st Paper
১.দুর্নীতি উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ প্রবন্ধে দুর্নীতিকে কোন ধরনের ব্যধি হিসেবে উল্লেখ করা হয়েছে?
উত্তর :সামাজিক
২.জীবন বন্দনা কবিতায় পৃথিবীমাতার আত্মোৎসর্গকারী পুত্র কে?
উত্তর :যীশু
৩.বাংলাদেশ কবিতায় পাকসেনাদের কী বলে আখ্যায়িত করা হয়েছে?
উত্তর :বুনোদল
৪.উদ্দীপকের রানের পাহাড় সোনারতরী কবিতায় কীসের সাথে তুলনীয়?
উত্তর :ধানের
৫.সেদিক থেকে উদ্দীপকের সঙ্গে সোনারতরী কবিতায় মূলকাব্যের যে সমর্থন পাওয়া গেছে তা হলো-
উত্তর :শুধু কীর্তিটুকু রয়ে যায়
৬.উদ্দীপকের জোয়াদার সাহেব কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধে কার প্রতিনিধিত্ব করে?
উত্তর :উকিল
৭.যে কারণে উদ্দীপকের বিষয়বস্তু ও কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধের মূল বক্তব্য একই, তা হলো-
উত্তর :বুদ্ধির ধার ও চমক
৮.কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল-উল্লিখিত ফাঁকা স্থানে কী বলবে?
উত্তর :বৃহৎ খুব
৯.ব্যথাতুরা সেই হতভাগিনীরে কাদে নাই-কবর কবিতায় উল্লিখিত ব্যথাতুরা কে?
উত্তর :দাদুর নাতনী
১০.মাতৃভাষা রূপখানি পূর্ণ মণিজালে-বঙ্গভাষা কবিতার এ পঙক্তিটি কত মাত্রার?
উত্তর :চৌদ্দ
১১.পুলিশ এসেছে আবার একটি তুলসী গাছের কাহিনী গল্পে উক্তিটি কার?
উত্তর :মোদাব্বের
১২.
উত্তর :জাতির কর্ণধার
১৩.কবর কবিতায় কয়জন মানুষের মৃত্যুর উল্লেখ আছে?
উত্তর :৫ জন
১৪.উদ্দীপকের ভাষ্য অনুযায়ী অপরাহ্ণের গল্পে এইডস রোগের সূচক কোন দিকে?
উত্তর :অস্বাভাবিক হারে বাড়ছে
১৫.উদ্দীপকের বিশেষজনের মতে অপরাহ্ণের গল্প ও রোগের হাত থেকে বাঁচার উপায় হলো-
উত্তর :সচেতনতা, ধর্মীয় বিবাদ মেনে চলা, শিক্ষা গ্রহণের মাধ্যমে গোড়ামি
১৬.বাংলাদেশ কবিতায় কোন কোন নদীর নাম উল্লেখ আছে?
উত্তর :যমুনা-পদ্মা
১৭.১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লক্ষ জাতির ===অর্জিত আমাদের এই দেশ বিশ্বের ইতিহাস সৃষ্টি করার এক অনন্য দৃষ্টান্ত-উক্তিটি কোন ==== সঙ্গে সঙ্গতিপূর্ণ?
উত্তর :বাংলাদেশ
১৮.সাহিত্যে খেলা প্রবন্ধে কে শিল্পের======
উত্তর :শিল্পীমাত্রই
১৯.গ্রামের মধ্যে মৃত্যুজয়ের ছিল এমনি দৃষ্টান্ত-বিলাসী গল্পে সুনাম শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর :দুর্নাম
২০.তাহারেই পড়ে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কী?
উত্তর :কুয়াশার চাদর গায়ে বিদায় নেয়
২১.এনাটমির পাতা উল্টাচ্ছিল সে একুশের গল্পে সে বলতে কার কথা বলা হয়েছে?
উত্তর :নতুন রুমমেট
২২.আঠারো বছর বয়সে কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কীসের মত চলে?
উত্তর :স্টিমারের
২৩.উদ্দীপকে তাদের এই আত্মত্যাগ যৌবনের গান প্রবন্ধে কাদের কথা স্মরণ করিয়ে দেয়?
উত্তর :যাদের মানুষের প্রতি ভালোবসা আছে
২৪.উদ্দীপকের উইলিয়াম কেরির সঙ্গে মাইকেল মধূসূদন দত্তের মিল কোথায়?
উত্তর :মধুসূদনের ইংরেজি ভাষা প্রীতি
২৫.হৈমন্তীর বিয়েতে কত হাজার টাকার ======
উত্তর :১৫ হাজার
২৬.অর্ধাঙ্গী প্রবন্ধে কাদের ==== এবং তেজস্বিতা=== ইচ্ছার উপর নির্ভর করে বলে উল্লেখ আছে?
উত্তর :প্রভুদের
২৭.বাংলাদেশ কবিতায় উল্লেখিত চরণে === বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর :উদ্বাস্তুদের
২৮.বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় == যে শব্দটি == তা হলো-
উত্তর :খরিশ গোখরো
২৯.সাহিত্যের সঙ্গে খেলাধুলার সম্পর্ক কীরূপ?
উত্তর :উভয়ের উদ্দেশ্য এক ও অভিন্ন
৩০.করিম বরখশা বরহালে মা অর্ধাঙ্গী । করিম শব্দটির অর্থ কী?
উত্তর :ঈশ্বর
৩১.একটি ফটোগ্রাফ কবিতায় সন্তানের চোখে ===== অভিমান নেই’- কারণ===
উত্তর :প্রাণ নেই বলে
৩২.উদ্দীপকের লগি ধর, বৈঠা মার বোলের সাথে নিচের কোন দৃশ্যের মিল রয়েছে?
উত্তর :মুক্তি মুক্তি বলতে বলতে পচা তক্তাসমেত নিচে পড়ে যাওয়া
৩৩.উদ্দীপকের বিষয়বস্তু কলিমদ্দি দফাদার গল্পের মতো কারণ-
উত্তর :মুক্তিবাহিনীর সাহসিকতা
৩৪.চারিদেিক বাঁকাজল করিছে খেলা সোনারতারী কবিতায় বাঁকাজল কী অর্থে ব্যবহার হয়েছে?
উত্তর :কালস্রোত
৩৫.পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ। এ চিত্রকল্পটি আমার পূর্ব বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে-
উত্তর :পূর্ব বাংলার রূপ বর্ণনায়
৩৬.একুশের গল্প গল্পের == তপুর ====== দিয়ে কোন বিষয়টির প্রতিফলন ঘটবে?
উত্তর :মাতৃভাষার আনুগত্য
৩৭.স্ত্রী তার স্বামীকে ক্ষুদ্র করে ============================= মতো লোকের সাথে থাকা যায় না। ====== সৎমানুষ রফিক সাহেব অবৈধ ==============বাড়ান। রফিক সাহেবের দুর্নীতিবাজ==== কারণ-
উত্তর :নৈতিক অবক্ষয়
৩৮.ফলে আন্তরিক ================================== একটি তুলসী গাছের কাহিনী গল্পে====== কী বুঝানো হয়েছে?
উত্তর :বাড়িটা রিকুইজিশন করেছে বলে
৩৯.মনোজগতে শিক্ষকের কাছ থেকে======= ঠিক উল্টো। সাহিত্যে খেলা প্রবন্ধের এ উক্তিতে কবির উদ্দেশ্য ===
উত্তর :আনন্দ দান
Dhaka Board :: Bangla 2nd Paper
৭নং প্রশ্নের উত্তর :
গ) সমার্থক শব্দ :
প্রদত্ত শব্দ | সমার্থক শব্দ |
আকাশ | দ্যুলোক, অভ্র, নীলিমা, গগন, ব্যোম ইত্যাদি |
কেশ | চুল, অলক, চিকুর, কচ, শিরোজ, কুস্তল ইত্যাদি |
মাতা | মাতৃকা, মা, জননী, জন্মদাত্রী, গর্ভধারিনী ইত্যাদি |
রাত্রি | নিশি, রাত, রজনী, যামিনী, শমনী ইত্যাদি |
সমুদ্র | সাগর, সায়র, অর্ণব, সিন্ধু, জলধি ইত্যাদি |
ঘ) শব্দের শুদ্ধরূপ :
অশুদ্ধরূপ | শুদ্ধরূপ |
আকাংখা | আকাঙ্ক্ষা |
সংবর্ধণা | সংবর্ধনা |
শুশ্রূষা | শুশ্রুষা |
শিরচ্ছেদ | শিরশ্ছেদ |
মনোকস্ট | মন:কষ্ট |
নুন্যতম | ন্যূনতম |
জ্যেষ্ঠ্য | জ্যেষ্ঠ |
প্রতিযোগীতা | প্রতিযোগিতা |
ঙ) ব্যাসবাক্যসহ সমাসের নাম :
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
তোমরা | তুমি ও সে | দ্বন্দ্ব / নিত্য সমাস |
ভাতরাঁধা | ভাত কে রাঁধা | দ্বিতীয় তৎপুরুষ |
বীণাপাণি | বীণা পানিতে যার | বহুব্রীহি সমাস |
ষড়ঋতু | ছয় ঋতু যার | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
দুর্ভিক্ষ | ভিক্ষার অভাব | অব্যয়ীভাব সমাস |
তেপায়া | তিন পা আছে যার | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
কুসুমকোমল | কুসুমের ন্যায় কোমল | উপমান কর্মধারয় সমাস |
মোহনিদ্রা | মোহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় সমাস |
পল্লীকবি | পল্লীর কবি | ষষ্ঠী তৎপুরুষ |
চ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর :
প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
ছুটি | √ছুট + ই | কৃৎ প্রত্যয় |
পানসে | পানি + সা | তদ্ধিত প্রত্যয় |
হাতুড়ে | হাত + উড়িয়া | তদ্ধিত প্রত্যয় |
মুক্তি | √মুচ + তি | কৃৎ প্রত্যয় |
দারোয়ান | দ্বার + ওয়ান | তদ্ধিত প্রত্যয় |
বক্তব্য | √বচ + তব্য | কৃৎ প্রত্যয় |
নেতা | √নী + তৃচ | কৃৎ প্রত্যয় |
সাহিত্যিক | সাহিত্য + ইক | তদ্ধিত প্রত্যয় |
মেধাবী | মেধা + বিন | তদ্ধিত প্রত্যয় |
ছ) পারিভাষিক শব্দ :
পারিভাষিক শব্দ | অর্থ |
Census | আদম শুমারি |
Legend | কিংবদন্তি |
Book-post | খোলাডাক |
Lien | পূর্বশর্ত |
Sabotage | অন্তর্ঘাত |
Subsidy | ভর্তূকি |
Index | আলোচ্য সূচী |
Hostage | জিম্মি |
Excuse | ক্ষমা, অজুহাত |
জ) বিপরীত শব্দ লেখ :
প্রদত্ত শব্দ | বিপরীত শব্দ |
ঋতু | বর্ষ |
ঐহিক | পারত্রিক |
মূর্ত | বিমূর্ত |
চিন্ময় | অচেতন |
বিদ্ধান | মূর্খ |
সৌম্য | করাল |
বিরাগ | অনুরাগ |
ভূত | ভবিষ্যৎ |
আশীর্বাদ | অভিশাপ |
Dhaka Board :: English 1st Paper
1.
a. 18
b. complex
c. architect
d. deceptive
e. wonder
2.
a. False. Correct Answer: Not only the MPs, guests and journalists have entry to the Parliament House.
b. False. Correct Answer: The designer of the Shangsad Bhaban is an American.
c. True.
d. False. Correct Answer: The house is surrounded by an artificial lake.
e. True.
3.
a. To enter
b. dignified
c. interested in
d. designed by
e. is preserved for
6.
a. needed
b. rapid
c. inter-linked/ inter-dependant
d. financial
e. providing
9.
a. control
b. gradually
c. confined
d. power
e. limited
f. through
g. voice
h. sound
i. handicap
j. slow
10.
a. making
b. shapes
c. origin
d. practiced
e. centuries
f. art
g. applied/ popular
h. business/income
i. fancy
j. moving
11.
a. Black holes are like gigantic magnets is space.
b. This huge stars cannot be seen for billions of years.
c. Though they reach the end of their lives, their energy does not disappear.
d. The burning core pulls whatever comes near it.
e. The tremendous gravity becomes very small but its weight remains same.
f. These black holes burn as no light comes out of them.
12.
VIII + I + III + XI + X + IX + XIV + VI + VII + V + IV + XII + II + XIII
Dhaka Board :: English 2nd Paper
Q-1.
- was
- lived
- swelled/ swollen
- could
- have
Q 2.
- to
- at
- in
- at
- throughout
Q 3.
- the
- The
- The
- ×
- a
- the
- a
- the
- ×
- the
Q 4.
- but
- as
- when
- Though
- as soon as
Q 5.
A rainy day: One should save money against a rainy day.
In a fix: I was in a fix to see the accident.
Make up one’s mind: I have made up my mind to live in Chittagong.
Call a spade a spade: The deprived workers called a spade a spade to ask for their dues.
Put up with: The workers didn’t put up with the injustice done towards them.
See off: I went to air port to see off my friend.
In the long run: If you don’t do hard work now, you will suffer in the long run.
Q 6.
The Mayor asked the piper if he had killed the mice. The piper replied in the affirmative. He requested the Mayor to give him the money he had promised. The Mayor exclaimed with surprise and said that he (piper) was very funny. The Mayor told him to take only fifty.
Q 7.
- Very few saints of Islam were as great as Bayazid Bostami.
- One night, while reading, he was asked for a glass of water by his mother.
- As there was no drinking water in the house, he went out to fetch it.
- He came back and found his mother sleeping.
- Thus he showed a great love and respect to his mother.
Q 8.
- can you?
- can’t they?
- are they?
- won’t they?
- doesn’t it?
Q 9.
- United we stand, divided we fall.
- Who does not know unity is strength.
- Unless you are united you will possibly be harmed by your enemies.
- The story of the old man and his sons teaches us that unity is strength.
- It is high time we practiced unity among us.
===========================================================================
Chittagong Board :: Bangla 1st Paper
১.সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ-উক্তিটি কার?
উত্তর :অপুর
২.সাহিত্যে খেলা প্রবন্ধ্ের আলোকে কার মতিগতি শিক্ষকের মতিগতির বিপরীত?
উত্তর :কবির
৩.মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?
উত্তর :মিত্তির
৪.হৈমনত্মী গল্পে বরের বাপ সবুর করিতে চাহিলেন না কেন?
উত্তর :পণের টাকার আপেক্ষিক গুরুত্ব
৫.‘একুশের গল্পের’ তপুর মিলিটারিতে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি কেন?
উত্তর :জন্মখোঁড়া বলে
৬.‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ অনুসারে তারেকের অনুভূতি নিচের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ?
উত্তর :আনন্দলাভ
৭.‘সাহিত্যে মানবত্মার কথা বলে’ শিমূলের এ উপলব্ধিতে প্রকাশ পেয়েছে-
উত্তর :কাব্য পাঠের আনন্দ, শিল্প সৌন্দর্যের প্রতি অনুরাগ
৮.‘পাঞ্জেরি’ কবিতায় এখনো তোমার আসমান ভরা মেঘে’? বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর :জাতীয় জীবনের সংকটজনক অধ্যায়, জাতীয় জীবনে দুর্যোগের আভাস
৯.সনেটের ষটকে কী থাকে?
উত্তর :ভাবের পরিণতি
১০.‘জীবন বন্দনা’ কবিতায় কবি তরম্নণদের ‘উদ্ধত শির’ বলেছেন। কারণ তরম্নণরা-
উত্তর :দুবির্নীত
১১.উদ্দীপকের ভাবের সাথে নিচের কোন পংক্তির সঙ্গতি রয়েছে?
উত্তর :ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, শূন্য নদীর তীরে রহিনু পড়ি
১২.উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন বিশেষ ভাবটি প্রকাশিত হয়েছে?
উত্তর :সৃষ্টির বেদনা
১৩.‘বায়স ফিঙে’ কাকে তাড়া করে?
উত্তর :কোকিল
১৪.যে জনগোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় সরকারকে যৌক্তিক সমালোচনা ও সহযোািগতা করে তাকে কী বলে?
উত্তর :সুশীল সমাজ
১৫.‘মুসাফির’ শব্দটি ‘পাঞ্জেরি’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর :সফরকারী
১৬.‘জীবন বন্দনা’ কবিতার কবি নিজেকে কী বলেছেন?
উত্তর :মরুকবি
১৭.উদ্দীপকের ভাবের সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?
উত্তর :একটি তুলসী গাছের কাহিনী (সম্ভাব্য)
১৮.তোমার পঠিত রচনার আলোকে উদ্দীপকের শিমূল চরিত্রে প্রকাশ পেয়েছে সে-
উত্তর :প্রতিবাদী
১৯.‘বল, আমি প্রতিজ্ঞা করিতেছি-বল।’ কমলাকানত্মকে একথা কে বলেছে?.
উত্তর :মুহুরি
২০.‘কলিমদ্দি দফাদার’ গল্পে মিলিটারিদের পরাজয়ের কারণ কী?
উত্তর :দফাদারের বুদ্ধিদীপ্ত পরিকল্পনা
২১.‘বাংলাদেশ’ কবিতায় কোন ধানের উলেস্নখ আছে?
উত্তর :আমন
২২.‘কবর’ কবিতায় দাদু রামধনুর সাথে কার রূপের তুলনা করেছেন?
উত্তর :কন্যা
২৩.‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা?
উত্তর :বসন্তের
২৪.উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে?
উত্তর :অপরাহ্নের গল্প
২৫.উদ্দীপকের গ্রাম্য মহিলাদের আচরণের সাথে নিচের কোন শব্দটি সঙ্গতিপূর্ণ?
উত্তর :ট্যাবু
২৬.‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কদম্বতরুর শাখাট কয়টি ফুল নিয়ে মাটি ছুঁয়েছে?
উত্তর :তিন
২৭.‘স্নিগ্ধ নলাম্বরী’ চিত্রকল্পটিতে কোন ঐতিহ্য ব্যবহৃত হয়েছে?
উত্তর :বৈষব কবিতা
২৮.‘সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে’-‘বিলাসী’ গল্পে উলিস্নখিত এ উক্তিতে কীসের কতা বলা হয়েছে?
উত্তর :বিলাসীকে গ্রামছাড়া করা
২৯.কলিমদ্দি দফাদারের পাকঘরটি কীসের ছাউনি?
উত্তর :তালপাতার
৩০.‘বিপদের মুখে’ আঠারো বছর বয়সের তরম্নণরা কেমন?
উত্তর :অগ্রণী
৩১.শীতল ক্লাব সদস্যদের যে গুণে মুগ্ধ হয়, ‘বাংলাদেশ’ কবিতার আলোকে বাঙালি জাতির সে গুণটি কী?
উত্তর :অসাম্প্রদায়িকতা
৩২.‘আজকের বাংলাদেশ নির্বিশেষ বাঙালির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল’-এই উক্তির ভাবে প্রতিফলন ঘটেছে নিচের কোনটিতে?
উত্তর :বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে
৩৩.‘একটি ফটোগ্রাফ’ কবিতায় ‘ঊর্ণাজাল’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর :পুঞ্জীভ্থত শোক
৩৪.‘তারপর তাঁহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে’-‘অর্ধাঙ্গী প্রবন্ধের এই উক্তিতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর :পার্সি মহিলা
৩৫.‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘পরধন’ বলতে কী বুঝিয়ছেন?
উত্তর :পাশ্চত্য সাহিত্য
৩৬.‘এত বুদ্ধি থাকিলে তোমার কী এ পদবৃদ্ধি হইত’-এই উক্তিতে কমলাকানেত্মর কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তর :ব্যঙ্গ
৩৭.‘হৈমনত্মী’ গল্পে রবিবার মধ্যাহ্নে অপু কোন বইটি পড়েছিল?
উত্তর :চরিত্রতত্ত্ব
৩৮.‘একটি দেশের উন্নয়নের অন্যতম অপরিহার্য উপাদানৎ কী?
উত্তর :গণতন্ত্র ও সুশাসন
৩৯.‘করিমা ববখমা এ ববহালেমা’ অর্ধাঙ্গী প্রবন্ধে উলিস্নখিত উক্তিটির অর্থ কী?
উত্তর :করিম আমাদের এ অবস্থা দিয়েছেন
৪০.‘একুশের গল্পের’ তপু গ্রামে ফিরে যেতে চেয়েছিল কেন?
উত্তর :গ্রামের মানুষের সেবা
====================
Chittagong Board :: Bangla 2nd Paper
৭নং প্রশ্নের উত্তর :
গ) ব্যাসবাক্যসহ সমাসের নাম :
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
ভবনদী | ভব রূপ নদী | রূপক কর্মধারয় সমাস |
চিরকুমার | চিরকাল ব্যাপীয়া কুমার | দ্বিতীয়া তৎপুরম্নষ |
জনাকীর্ণ | জন দ্বারা আকীর্ণ | ৩য় তৎপুরম্নষ |
উদ্বেল | বেলাকে অতিক্রানত্ম | অব্যয়ীভাব সমাস |
যুগানত্মর | অন্য যুগ | নিত্য সমাস |
রাজনীতি | রাজার নীতি | ৬ষ্ঠী তৎপুরম্নষ |
কুসুমকোমল | কুসুমের ন্যায় কোমল | উপমান কর্মধারয় |
উপকূল | কুলের সমীপে | অব্যয়ীভাব |
ঘ) বিপরীত শব্দ লেখ :
প্রদত্ত শব্দ | বিপরীত শব্দ |
সৌম্য | করাল |
নিরক্ষর | সাক্ষর / অক্ষর |
কৌতূহলী | নিস্পৃহ্ |
আবাহন | বিসর্জন |
অমৃত | গরল |
কদাচিৎ | সচরাচর / সর্বদা / নিয়মিত |
উদার | অনাদার / কৃপন |
অর্বাচীন | প্রাচীন |
বন্য | গৃহপালিত |
ঙ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর :
প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
দাতা | √দা + তৃচ | কৃৎ প্রত্যয় |
বুনো | বন + ওয়া | তদ্ধিত প্রত্যয় |
ঘাতক | √হন + অল | কৃৎ প্রত্যয় |
দৈত্য | দিতি + য | তদ্ধিত প্রত্যয় |
বেলে | বালি + ইয়া | তদ্ধিত প্রত্যয় |
উপ্ত | √বচ + ত | কৃৎ প্রত্যয় |
সাংবাদিক | সংবাদ + ইক / ষ্ণিক | তদ্ধিত প্রত্যয় |
পানত্মা | পানি + তা | তদ্ধিত প্রত্যয় |
সৃষ্টি | √সৃজ + তি | কৃৎ প্রত্যয় |
ছ) পারিভাষিক শব্দ :
পারিভাষিক শব্দ | অর্থ |
Manuscript | পান্ডুলিপি |
Initial | প্রারম্ভিক |
Prepaid | পূর্ব পরিশোধিত |
Hygiene | স্বাস্থ্যকর |
Bio-data | জীবন বৃত্তানত্ম |
Copyright | লেখস্বত্ব / গ্রন্থস্বত্ব |
Nutrition | পুষ্টি |
By-law | উপধারা |
Broker | দালাল |
জ) সমার্থক শব্দ :
প্রদত্ত শব্দ | সমার্থক শব্দ |
পর্বত | পাহাড়, গিরি, শৈল, চূড়া ইত্যাদি |
ইচ্ছা | আকাঙড়্গা, অভিপ্রায়, চাওয়া, আশা ইত্যাদি |
মেঘ | জলদ, কাদম্বিনী, জলধর, ঘন, অভ্রইত্যাদি |
ময়ূর | শিখন্ডী, কলাপী, কেকী, শিখী, বর্হী ইত্যাদি |
পবন | বাতাস, বায়ু, সমীর, হাওয়া ইত্যাদি |
==========================
Chittagong Board :: English 1st Paper
1.
- huge
- discontinue
- less than enough
- insolvent
- political problems
2.
- True
- False. Correct Information: The class size is very large.
- True
- True
- True
3.
- needs
- financial
- closure
- associated in
- removing
6.
- closure
- easy
- parts
- members
- introduced
9.
- electronic
- mode
- communication
- established
- simultaneously
- based
- sent
- stored
- personal
- actually
10.
- undergoing
- applicable/ entertaining
- attracted
- engulfing
- our
- seen/ found/ considered
- association
- prefer
- losing
- regarded
11.
- The health of a woman is important not only for herself but also for the children.
- Most of the women in our country eat less than they require.
- It is a tradition that the women should leave the best food for the men.
- Most of the women suffer from malnutrition, anemia and diseases.
- The women are the worst victim of gender discrimination.
- The sufferings of the women will continue unless we change our attitude.
12.
f+h+i+m+n+a+g+b+k+j+c+l+e+d
======================
Chittagong Board :: English 2nd Paper
Q 1.
- to read
- didn’t like
- advised
- was
- dictating
Q 2.
- in
- with
- out
- in
- at
Q 3.
- a
- ×
- the
- the
- ×
- the
- an
- ×
- the
- the
Q 4.
- Of course
- if
- As a result
- Consequently
- However
Q 5.
Run into debt: Because of his prodigal habit, he has run into debt.
Out and out: He is out and out a gentle man.
Catch sight of: I caught sight of him in the classroom.
In order to: We come to college in order to earn knowledge.
At all: Nowadays children don’t like vegetable at all.
Take place: The accident took place before my eyes.
Beggar description: The sufferings of the poor beggar description.
Q 6.
Zayed asked Robi if he had any dream and what his dream was. Robi replied in the affirmative that he had a dream. He said that he liked to have a plate full of rice. Zayed got surprised and said with an affectionate tone to Robi that he would make his (R) dream come true.
Q 7.
- No other language is used as/so much as English.
- Organisations frequently need employees having a good command of English.
- Better salary can be earned by an English knowing man.
- People speak English all over the world.
- We should learn English so that we can make a room for us in the competitive world.
Q 8.
- wasn’t he?
- does he?/ has he?
- won’t he?
- did they?
- do I?
Q 9.
- Had I been a rich man, I would have helped the poor.
- As he is devoted to studies, he always obtains good results.
- All should do something to stop global warming.
- Love is divine which comes in our life to make us happy.
- You had better go home now.