jad ফাইল নিয়ে ঝামেলা আর নয়!!

লিখুন ডটকমঃ

প্রথমে জেনে নেই JAD এবং JAR এর পুর্নরুপ …
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive

তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক,,,
JAD extention টাই অনেকের কাছে বিরক্তিকর একটা জিনিস, আর আমার কাছেও 😛
আর হবেইনা কেনো? এতো কষ্ট করে একটা গেম বা সফটওয়্যার ডাউনলোড দিবো আর সেটা নাকি
-মাত্র একবার ব্যাবহার করা যাবে!!
-কারও সাথে শেয়ার ও করা যাবেনা !!
-আর কোনো কারনে একবার ডিলেট হবেতো আবার ডাউনলোড মারো…. 🙁
ধুর, এতো অত্যাচার কে সহ্য করবে?
আর এই JAD ফাইলের অত্যাচার থেকে আপনাদেরকে রক্ষা করতেই আমার আজকের টিউন.. 😀
wapofbd.tk
পদ্ধতি ১: যখন আপনি JAD ফাইলের কবলে পড়ে যাবেন :\ মানে ফাইল ডাউনলোড করতে গিয়ে দেখলেন যে ফাইলটা JAD, তখন আপনার ব্রাউজার এর এড্রেসবারে লক্ষ করুন, ভালো করে দেখুনতো , .jad শব্দটি আছে কিনা? (url মাঝখানেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে) যদি থাকে তাহলে সেটাকে এডিট করে .jar লিখে এন্টার করুন,
তারপর যদি JAR ফাইল পেয়েযান তাহলেত ঝামেলা শেষ আর যদি না পান, তাহলে ২য় পদ্ধতি অনুসরণ করুন)…

পদ্ধতি ২: আপনার OPERA/UC/QQ ব্রাউজার দিয়ে JAD ফাইল টা ডাউনলোড করুন (খেয়াল করুন ফোনের defult ব্রাউজার দিয়ে কিন্তু নয়) ফাইলটির সাইজ হবে ২-১ কেবির মতো… তারপর কোনো ফাইল ম্যানেজার দিয়ে ওটাকে রিনামে করুন এভাবে
(filename.JAD) থেকে (filename.TXT)
এবার সেটা ওপেন করলে অনেক আজগুবি লেখা পাবেন, তার মাঝে MIDlet-Jar-URL: লেখাটা খুজুন, এবার খেয়াল করুন MIDlet-Jar-URL: লেখাটার পরে যেই এড্রেসটা আছে সেটাই আপনার কাঙ্ক্ষিত JAR ফাইলের এড্রেসটা 🙂 ~~~

তাহলে আজ এই পর্যন্তই ,,,,
আর সময় পেলে ঘুরে আসবেন আমার সাইট WAPofBD.TK থেকে….
আশা করি আগামীতে আরো দারুণ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন .. আল্লাহ‌ হাফেজ..

Leave a Reply