আপনি কি আপনার ফোন থেকেই PC Browser এর মতো ইন্টারনেট browse করতে চান? তো দেরি কেন? এখন যে trick টা দিব তার সাহায্যে আপনি আপনার মোবাইল এর default ব্রাউজার দিয়ে নিম্ন লিখিত Browser মদ এ Browse করতে পারবেন।
১. iphone
২. firefox
৩. google chrome
৪. internet এক্সপ্লোরার
৫. android
৬. windows ce
৭. nokia e90
৮. nokia n96
৯. nokia n95
১০. nokia n73
১১. black berry
প্রথমে নিচের লিঙ্ক থেকে python based app টা download করুণ।
Download: Shishir.zip
এবার .zip ফাইল টা xplore die অপেন করুণ। দুইটা software পাবেন। দুইটাই install করুণ।
এবার software টি open করুণ। প্রথমে দেখবেন যে বিভিন্ন browsing মডের serial এসেছে।
এর মধ্যে ‘orginal’ সিলেক্ট করুণ। তারপর আবার ‘option’ এ click করে change uger agent সিলেক্ট করে নিজের পছন্দ মতো মড নেন।
তারপর বের হয়ে আছেন। এবং default browser টি open করুণ।
দেখবেন google এর hompage এবং অন্যান্য page কেমন বদ্লে গেছে!!!
N.B: আপনার ফোন এ python 1.45 ইনস্টল দেয়া থাকতে হবে।
python link: click here