Whats app. এর মাধ্যমে। শেয়ার করার কারন সম্বন্ধে বলছি। আমার কাছে Android Phone আছে আর Nokia C5 & N73
বাসায় tab ব্যবহার করি আর বাইরে নকিয়া।
Android এ তো whatsapp easily ব্যবহার করা যায় কিন্তু সমস্যা হলো tab নিয়ে সব জায়গায় যাওয়া যায়না সাইজ বড় হওয়ার কারনে।
কিন্তু আমি সব সময় whatsapp ব্যবহার করতে চাই। তাই খুজে নিলাম symbian এর জন্য Whatsapp আর চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
Whatsapp এর ব্যাপারে তেমন কিছু বলার নেই Download করে install দেন। এরপর Mobile Number দিয়ে Sign in করে ফেলুন।
একটা verify কোড মেসেজে পাবেন। তা দিয়ে verify করে ফেলুন।
অনেক বকবক করলাম মাফ করবেন।
নিচে থেকে Download করে ফেলুন।
WhatsApp 2.11.955.sis
আর উপভোগ করতে থাকুন।
Java Whatsapp নিয়ে হাজির হব আরেকদিন।