YAHOO ব্যবহারকারীদের জন্য জরুরী সতর্ক বার্তা

YAHOO! ইমেইল ব্যবহারকারীদের জন্য একটি সতর্ক বার্তা। সম্প্রতি ইয়াহু মেইল ব্যবহারকারীদের একাউন্টের যাবতীয় তথ্য (ইউজার নেম, পাসওয়ার্ড ও অন্যান্য গোপণ তথ্য) চুরি করার নতুন একটি স্প্যাম ছড়িয়ে দেওয়া হচ্ছে ইমেইলের মাধ্যমে।

YAHOO! ব্যবহারকারীদের জন্য জরুরী সতর্ক বার্তা
এজন্য ‘Yahoo!’ নামে একটিন ভুয়া একাউন্ট থেকে প্রথমে একটি ইমেইল পাঠানো হচ্ছে যার বিষয় বস্তু হচ্ছে : “Notice of Account Closure” এবং এর ভেতরে লেখা রয়েছে “ মেইল বক্সের কোন ডাটা না হারিয়ে ইয়াহু-৭ এ আপগ্রেড করুন। আপগ্রেড করতে “UPGRADE NOW” বাটনে ক্লিক করুন।

এখানেই সবাইকে সতর্ক হতে হবে। এই “UPGRADE NOW” বাটনে ক্লিক করলেই আপনার একাউন্টের সমস্ত তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে।

উল্লেখ্য যে, ইমেইলের প্রেরক হিসেবে ‘Yahoo!’ -এর নাম দেওয়া থাকলেও এটি আসলে ‘Yahoo!’ থেকে পাঠানো হচ্ছে না, ইমেইল সেন্ডারের ডিটেইলস এ গেলে দেখতে পাবেন এটি অন্য একটি একাউন্ট থেকে পাঠানো হয়েছে।
অতএব সাবধান! ইমেইল আসলেই হুটহাট ক্লিক করে বসবেন না। আপনাদের সুবিধার্থে এমন একটি ইমেইল-এর নমুনা তুলে ধরা হলো-

YAHOO!

Dear Valued User,

Your Mail version is outdated

Upgrade to the new Yahoo Mail 7 now to avoid losing access to your mail box.

To upgrade follow the link below and accept new terms and conditions.

UPGRADE NOW

Leave a Reply