যারা রেসিং গেম পছন্দ করেন তারা নিশ্চয়ই বিভিন্ন রকম রেস খেলেছেন। পাহাড়-পর্বত বেয়ে উঠতে হয় কোন রেসে। কোন রেসে লড়তে হয় সময়ের সাথে। আকাশে প্লেন নিয়েও রেস করার মত গেম রয়েছে।আর এখন আমি আপনাদের যে গেমটার কথা বলছি সেটায় আকাশে রেস করতে হয় গাড়ি নিয়ে। বুঝলেন না?
ভাবছেন আকাশে গাড়ি নিয়ে রেস আবার কি জিনিস? গাড়ি কি উড়ে নাকি?আচ্ছা, যদি আকাশে গাড়ি চলার মত রাস্তা বানানো হয়, তাহলে কেমন হবে? মজাদার নিশ্চয়ই। আপনাদের সেই মজা পাওয়ার সুযোগ দিতে আমি আজ নিয়ে এলাম স্কাই ট্র্যাক।
স্কাই ট্রাক গেমের জন্য আমার অভারঅল রেটিংস- ১০ এ ৬.৫
ভাবছেন আকাশে গাড়ি নিয়ে রেস আবার কি জিনিস? গাড়ি কি উড়ে নাকি?আচ্ছা, যদি আকাশে গাড়ি চলার মত রাস্তা বানানো হয়, তাহলে কেমন হবে? মজাদার নিশ্চয়ই। আপনাদের সেই মজা পাওয়ার সুযোগ দিতে আমি আজ নিয়ে এলাম স্কাই ট্র্যাক।
স্কাই ট্রাক গেমের জন্য আমার অভারঅল রেটিংস- ১০ এ ৬.৫
সবশেষে লিংক: Download
ও হ্যাঁ, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, দেখে নিন কিছু স্ক্রিনশটঃ
চাইলে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট এই ব্লগে