Home রেসিপি গরমে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ঠাণ্ডা চকলেট মুজ

গরমে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ঠাণ্ডা চকলেট মুজ

by shamim ahmed
11073386_1078698042146958_228762755_nহুট করেই কদিন যাবত গরম পড়েছে। এই গরমে মজার কোন ঠাণ্ডা খাবার খেতে চান? তাহলে চকলেট মুজ হতে পারে দারুণ একটা সমাধান। না, রেস্তরাঁয় যেতে হবে না। ঘরেই তৈরি করে ফেলুন দারুণ মজার এই খাবারটি। জেনে নিন একদম রেস্তরাঁ স্টাইলে চকলেট মুজ তৈরির একটি ভীষণ সহজ উপায়। রেসিপি
11074144_1078698158813613_202027244_nউপকরণ

ডিমের কুসুম ৪ টা
চিনি ৪ টে চামচ
হেভী/হুইপড ক্রিম ২ কাপ
ডার্ক চকোলেট ৮ আউন্স, গলানো
১ চা চামচ ভ্যানিলা এসেন্স

প্রনালী

  • -একটা সস প্যানে ডিমের কুসুম,২ টে চামচ চিনি ও ৩/৪ (চার ভাগের তিন) কাপ হেভী ক্রিম ভালো করে মেশান। এগ বিটার ব্যবহার করুন, সহজ হবে।
  • -এবার অল্প আঁচে ৩/৪ মিনিট রান্না করুন এবং অনবরত নাড়তে থাকুন। কিন্ত বলক আসার আগেই নামিয়ে ফেলুন। দেখবেন চামচের গায়ে মিশ্রন কোট করছে কিনা। হলেই নামিয়ে নিন এবং গলানো চকোলেট এবং ভ্যানিলা মিশিয়ে ঠান্ডা হতে দিন।
  • -চকোলেট ডাবল ব্রয়লারে গলিয়ে নিতে হয়। একটি পাতিলে পানি দিয়ে সেটা চুলায় দিন। গরম পানির ওপরে বাটিতে চকলেট দিয়ে গলান।
  • -এবার আরেকটি বোলে ক্রিমের মিশনটি টি ঢেলে নিন ও সোয়া এক কাপ হেভী ক্রিম ও বাকি ২ চামচ চিনি মিশিয়ে এগ বিটার দিয়ে ততোক্ষন পর্যন্ত বিট করুন যতক্ষন না স্টিফ পিক দেখা যায়।
  • -এবার ১/৩ (তিন ভাগের এক) হেভী ক্রিম আলতো করে স্প্যাটুলার সাহায্যে মিশিয়ে দিন মিশ্রনের সাথে ও সার্ভিং গ্লাসে ঢেলে অন্তত ৩০ মিনিট রেফ্রিজারেটরে রাখুন।
  • -ঠাণ্ডা করে সার্ভ করুন।

You may also like

Leave a Comment