Home রেসিপি ঘরেই বানান মজাদার সুস্বাদু ও পুষ্টিকর ডিমের বরফি

ঘরেই বানান মজাদার সুস্বাদু ও পুষ্টিকর ডিমের বরফি

by shamim ahmed

বাচ্চারা অনেক সময়ই ডিম খেতে চায় না, অনেক বাচ্চা আবার দুধ খেতেও চায় না। তাই বেশিরভাগ সময়ই দেখা যায় যে বাচ্চার মায়েরা বাচ্চার পুষ্টির বিষয়ে চিন্তিত থাকে। আজ সেই সব মায়েদের জন্যই নিয়ে আসলাম মজাদার সুস্বাদু ও পুষ্টিকর এই রেসিপি ডিমের বরফি।

রেসিপিঃ- ডিমের বরফি।

উপকরণ:
-ডিম ৪টি,
-ঘি ১/২ কাপ,
-চিনি ২৫০ গ্রাম,
-তেজপাতা ২ তি।
-এলাচ ৪ টি
-সাজানর জন্য পেস্তা কুচি, কিসমিস।

প্রনালিঃ
-ডিম, চিনি একসঙ্গে ব্লেন্ড করুন।
-কড়ইতে ঘি গরম হলে তার মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে নাড়তে থাকুন।
-মিশ্রণগুলো ভালোমতো মিশিয়ে কড়াইতে বসিয়ে চুলায় মাঝারি আঁচে দিয়ে অনরবত নাড়তে থাকুন।
-অনেকক্ষণ নাড়ার পর মিশ্রণ থেকে যখন তেল ছেড়ে আসবে এবং কড়াইয়ের গা থেকে ছেড়ে দেবে।
-এরপর আর কিছুক্ষণ নেড়ে হালকা লালচে হওয়ার সাথে সাথে নামিয়ে পরিবেশন পাত্রে ঢালুন।
-গরম গরম কেটে পেস্তা কুচি, কিসমিস সাজিয়ে নিন।

You may also like

Leave a Comment