চুল ঝরে পড়া, পেকে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া ইত্যাদি নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। কিন্তু চুল ঝরে পড়ার সমস্যাটা খুব বেশি পরিচিত। যেহেতু চুল আমাদের সৌন্দর্যের একটি বিশাল অংশ তাই অবশ্যই চুলের যত্ন নিতে হবে সঠিক ভাবে। অকালেই চুল ঝরে পড়া সমস্যা থেকে পরিত্রাণ পেতে করুন খুব সাধারণ ও সহজ একটি কাজ। চলুন তাহলে জেনে নিই কী করবেন।
চুল ঝরে পড়া সমস্যা রোধ করতে যা লাগবে
১। একটি পেঁয়াজ
২। মধু
৩। ছুরি
৪। ব্লেন্ডার
৫। একটি পাত্র
৬। চামচ
৭। আমন্ড অয়েল
৮। ছাঁকনি
যেভাবে তৈরি করবেন
৪।সবশেষে পরিমাণ মতো আমন্ড অয়েল মিশিয়ে নিন
তৈরি হয়ে গেল চুল পড়ার সমস্যা রোধ করার সমধান।
– পেঁয়াজ চুলের জন্য খুব উপকারী এবং এটি চুল বৃদ্ধি করতে সহায়তা করে থাকে, চুল পড়া রোধ করে। পেঁয়াজের সালফার উপাদান চুলের গোঁড়ায় রক্তপ্রবাহ বৃদ্ধি করে, চুলের গোঁড়া শক্ত ও মজবুত করে। আর মধু সম্পর্কে তো আমরা সকলেই জানি। এটি শুধু ত্বক কিংবা দেহের জন্যই ভালো নয় চুলের জন্যও খুব উপকারী। তাই চুল পড়া সমস্যা রোধ করতে এই সহজ উপায়টি পালন করেই দেখুন চুলে কোন পরিবর্তন আসে কিনা।