Home হেলথ কেয়ার চোখ সাজানোর মাসকারা যেমন হওয়া উচিত

চোখ সাজানোর মাসকারা যেমন হওয়া উচিত

by shamim ahmed

আপনার মেকআপের কালেকশনে নিশ্চয়ই আছে একটি মাসকারা? থাকতেই হবে! কেননা এই মাসাকারা ছাড়া যে চোখের সাজ অচল। কিন্তু নিজের জন্য বেছে নিচ্ছেন তো সঠিক মাসকারা? কিংবা কেমন হয়ে উচিত এই প্রসাধন দ্রব্যটি? চলুন, জেনে নিই।

১। ন্যাচারাল ওয়াক্স দিয়ে তৈরি মাসকারা চোখের জন্য ভাল। শুকনো মাসকারা কিনবেন না।
২। চোখের পাপড়ি ছোট হলে লেংথেনিং মাসকারা কিনুন। স্লিক ফাইবার, প্রোটিন, ভিটামিন সমৃদ্ধ লং ল্যাশ মাসকারাও ব্যবহার করতে পারেন।
৩। চোখের পাপড়ি পাতলা হলে লিফিডার্ম মলিকিউল সমৃদ্ধ মাসকারা ব্যবহার করুন। চোখের পাপড়িতে ভলিউম আনবে।
৪। জোজোবা ওয়েক্স ও প্রো-ভিটামিন-বি ৫ সমৃদ্ধ কার্লিং মাসকারা চোখের পাতার কার্ল করতে সাহায্য করে।
৫। রোজ লাগানোর জন্য ভাল ক্লিয়ার মাসকারা ব্যবহার করুন। অফিস ওয়্যার হিসেবে লং ওয়্যারিং মাসকারা ভাল।
৬। কনট্যাক্ট লেন্স পরলে বা সেন্সেটিভ চোখ হলে জেন্টল বা হাইপো অ্যালার্জিনিক মাসকারালাগান।

You may also like

Leave a Comment