এখান থেকে MultiMidlet.Jar এপ্লিকেশন টি ডাউনলোড করুন।
=>তারপর যে এপ্লিকেশন গুলো দিয়ে মাল্টি এপ্লিকেশন তৈরি করতে চান,সেগুলো একটা আলাদা ফোল্ডার তৈরি করে সেখানে রাখুন (।মনে রাখবেন ওই সফটওয়্য়ার গুলো তখন জীপ ফরম্য়াটে থাকতে হবে।
) ।
=>আর যে পিকচার টা আইকন হিসেবে ব্য়াবহার করতে চান সেটি ঠিক মেমোরী কার্ডে রাখুন।(কোন ফোল্ডারের ভিতরে নয়)।
=>মনে রাখবেন,আইকন এর পিকচার টি যেনো , icon.png নামে থাকে।
না থাকলে রিনেম করে নিবেন।
=>এবার আমার দেয়া সফটওয়্য়ার টি ওপেন করুন।
=>তারপর ওখান থেকে আপনার যে ফোল্ডারে এপ্লিকেশন গুলো রাখা সেখানে যান।
=>তারপর ওপশন থেকে Add All এ ক্লিক করবেন,তারপর ডানদিকের বাটন View List ক্লিক করবেন।
=>সেখানে ওপশন এ গিয়ে Marge All এ ক্লিক করবেন।
ব্যাস শেষ।
=>এবার ১মে যে ফোল্ডারে সফটয়্যার টি রেখেছিলেন সেই ফোল্ডারে test.Jar নামে একটা ফাইল পাবেন,আর ওইটাই আপনার কাঙ্ক্ষিত মাল্টি এপ্লিকেশন।
ধন্যবাদ।
====>এইরকম আরো নতুন নতুন মোবাইল সম্পর্কিত পোস্ট পেতে এই সাইট টি(http://etipszone.com) নিয়মিত ভিজিট করতে পারেন।