Home মোবাইল জাভা মোবাইল দিয়েই মাল্টি এপ্লিকেশন তৈরি করুন!!

জাভা মোবাইল দিয়েই মাল্টি এপ্লিকেশন তৈরি করুন!!

by shamim ahmed
জাভা মোবাইল দিয়েই মাল্টি এপ্লিকেশন তৈরি করুন!!

এখান থেকে MultiMidlet.Jar এপ্লিকেশন টি ডাউনলোড করুন।

=>তারপর যে এপ্লিকেশন গুলো দিয়ে মাল্টি এপ্লিকেশন তৈরি করতে চান,সেগুলো একটা আলাদা ফোল্ডার তৈরি করে সেখানে রাখুন (।মনে রাখবেন ওই সফটওয়্য়ার গুলো তখন জীপ ফরম্য়াটে থাকতে হবে।
) ।

=>আর যে পিকচার টা আইকন হিসেবে ব্য়াবহার করতে চান সেটি ঠিক মেমোরী কার্ডে রাখুন।(কোন ফোল্ডারের ভিতরে নয়)।

=>মনে রাখবেন,আইকন এর পিকচার টি যেনো , icon.png নামে থাকে।
না থাকলে রিনেম করে নিবেন।

=>এবার আমার দেয়া সফটওয়্য়ার টি ওপেন করুন।

=>তারপর ওখান থেকে আপনার যে ফোল্ডারে এপ্লিকেশন গুলো রাখা সেখানে যান।

=>তারপর ওপশন থেকে Add All এ ক্লিক করবেন,তারপর ডানদিকের বাটন View List ক্লিক করবেন।

=>সেখানে ওপশন এ গিয়ে Marge All এ ক্লিক করবেন।

ব্যাস শেষ।

=>এবার ১মে যে ফোল্ডারে সফটয়্যার টি রেখেছিলেন সেই ফোল্ডারে test.Jar নামে একটা ফাইল পাবেন,আর ওইটাই আপনার কাঙ্ক্ষিত মাল্টি এপ্লিকেশন।
ধন্যবাদ।

====>এইরকম আরো নতুন নতুন মোবাইল সম্পর্কিত পোস্ট পেতে এই সাইট টি(http://etipszone.com) নিয়মিত ভিজিট করতে পারেন।

You may also like

Leave a Comment