ঝটপট লাঞ্চে ভেজিটেবল টুনা স্যান্ডুইচ

রান্না করার সময় নেই, ঝটপট লাঞ্চ তৈরি করতে চান? তাহলে মাত্র মিনিট পাঁচেক সময় ব্যয় করে তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু টুনা স্যান্ডুইচ। খেতে ভীষণ মজার তো বটেই, সেই সাথে স্বাস্থ্যকরও। কাজের ফাঁকে হালকা লাঞ্চ করতে চাইলে দারুণ একটি খাবার এই স্যান্ডুইচ। আর চমৎকার রেসিপিটি দিয়েছেন সায়মা সুলতানা।

উপকরণ-

ক্যানড টুনা মাছ
লাল কিংবা সাদা পাউরুটি
গোল মরিচ গুঁড়ো
মেয়নিজ
সামান্য লেবুর রস
টমেটো কেচাপ (ইচ্ছা হলে)
মাখন বা অলিভ ওয়েল সামান্য (ইচ্ছা হলে)
শসা, পেঁয়াজ, লেটুস বা আপনার পছন্দের যে কোন সবজি।

প্রণালি

  • -টুনা মাছকে ওভেনে গরম করে পানি ঝরিয়ে নিন।
  • -এরপর এই মাছকে সবজি, মেয়নিজ ও রুটি বাদে বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। চাইলে পাপরিকা পাউডারও যোগ করতে পারেন।
  • -তারপর রুটির দুপাশে ভালো করে মেয়নিজ মাখান, মাখিয়ে রাখা টুনা ফিশ রুটিতে ছড়িয়ে দিন। তারপর উপরে সবজি সাজিয়ে আরেক পিস রুটি দিয়ে ঢেকে নিন। ব্যাস, তৈরি আপনার কুইক লাঞ্চ।

Leave a Reply