হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। সম্প্রতি অভিনয় শিল্পী এবং মডেল আলীফ চৌধুরীর নয়মাসের শিশুপুত্র আরীব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু জ্বরে সবাই কাবু হয়ে যায় মাত্র কয়েকদিনের মাঝে। শুধু তাই নয়, ছোট-বড় সবার জন্য ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে। এজন্য আগে থেকেই সতর্ক থেকে ডেঙ্গু জ্বরকে প্রতিরোধ করাই বাঞ্ছণীয়। বাঙলা ট্রিবিউন লাইফস্টাইলের সঙ্গে জেনে নিন ডেঙ্গু জ্বর হওয়ার কারণ এবং এর প্রতিরোধের সম্ভাব্য উপায়।
ডেঙ্গু কেন হয়?
সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীকে এডিস মশা কামড়ালে ডেঙ্গু ভাইরাস এডিস মশার দেহে প্রবেশ করে। সেই ভাইরাসবাহী এডিস মশা কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে ডেঙ্গু ভাইরাস তার দেহে ঢুকে পড়ে এবং আক্রান্ত হয় ওই ব্যক্তি। কাজেই ডেঙ্গু ছড়ানোর ক্ষেত্রে প্রারম্ভিক আক্রান্তকারী (যাকে প্রাইমারি বা ইনডেক্স কেস বলা হয়ে থাকে) শনাক্তকরণ ডেঙ্গু প্রতিরোধের জন্য খুবই জরুরি। যেহেতু এডিস মশা এ রোগের বাহক, তাই আক্রান্ত ব্যক্তির আশপাশের এলাকাজুড়ে বাড়ি বাড়ি মশা মারার দ্রুত ব্যবস্থা নিতে হবে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে।