দেশি কায়দায় তৈরী করুন চায়নিজ খাবার

উপকরণ:

  1. বাসমতি বা পোলাওয়ের চাল আধা কেজি
  2. ডিম ২টি
  3. গাজর আধা কাপ
  4. লবণ ২ চা-চামচ
  5. গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
  6. পেঁয়াজ এক কাপের চারভাগের একভাগ
  7. স্বাদ-লবণ বা টেস্টিং সল্ট চা-চামচের সিকিভাগ
  8. পেঁয়াজকলি এক কাপের চারভাগের একভাগ
  9. সয়া সস ১ চা-চামচ। সয়াবিন তেল ৪ টেবিল-চামচ
  10. চিনি ২ টেবিল-চামচ।

পদ্ধতি: ভাত ঝরঝরে করে রান্না করতে হবে। গাজর এবং পেঁয়াজকলি কুচি করে নিন। ডিমে লবণ এবং গোলমরিচ দিয়ে ফেটে আলাদাভাবে ভেজে ছোট টুকরা করে নিন। বড় হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ এবং গাজর ভাজুন। তারপর ভাত দিয়ে একে একে বাকি সব উপকরণ দিয়ে দিন। ৮ থেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

চায়নিজ সবজি

উপকরণ:

  1.  চালকুমড়া এক কাপের চারভাগের একভাগ
  2. গাজর ও আলু ১টি করে
  3. ১টি পেঁয়াজ। নিজের পছন্দমতো কাঁচামরিচ
  4. ধনেপাতা নিজের পছন্দমতো
  5. আদা চা-চামচের চারভাগের একভাগ
  6. রসুন চা-চামচের চারভাগের একভাগ
  7. লবণ স্বাদমতো
  8. তেল ৪ টেবিল-চামচ
  9. চিনি মিষ্টি বুঝে।
  10. গোলমরিচের গুঁড়া চা-চামচের চারভাগের একভাগ
  11. কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।

পদ্ধতি: প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা ভাজতে হবে। এরপর চালকুমড়া, গাজর, আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর আদা, রসুন, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভাজতে থাকুন। বেশখানিকটা পানি বের হবে। পানি কিছুটা শুকিয়ে আসলে চিনি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

Leave a Reply