সৃষ্টির শুরু থেকেই পুরুষের চোখ নিজেকে আকর্ষণীয় করে তুলতে নারীদের চেষ্টার অন্ত নেই। ভালোলাগা অথবা মন্দ লাগার ব্যাপারটা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হলেও কিছু কিছু ব্যপার আছে যেগুলো সবার ক্ষেত্রেই একরকম। পুরুষ কি পছন্দ করে একজন নারীর মধ্যে এটা হয়তো অনেক নারীই জানেন না। বিভিন্ন রিসার্চ আর জরিপে জানা গিয়েছে মজাদার সব তথ্য। আসুন এক নজরে দেখা নেয়া যাক পুরুষরা তার নারী সঙ্গীর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকাটা পছন্দ করেন।
-যে সব নারী সব সময় হাসি খুশি থাকেন তাদের প্রতি পুরুষদের আকর্ষণ সবসময়েই বেশি থাকে।
-বুদ্ধিমতী নারীদের পছন্দ করেন পুরুষেরা। উপস্থিত বুদ্ধি সম্পন্ন নারীদের প্রতি তারা বেশি দূর্বল।
-পুরুষরাও প্রশংসা শুনতে পছন্দ করেন। যে সব নারী তাদের সঙ্গীর প্রশংসা করেন তাদেরকে পুরুষরা সবসময়েই বেশি পছন্দ করেন।
-বড় টানা টানা চোখের মেয়েদেরকে পুরুষরা প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে।
-মিষ্টি কন্ঠের ও মিষ্টিভাষী নারীদের প্রতি পুরুষের বাড়তি ভালোলাগা থাকে সবসময়।
-পুরুষরা নারীসূলভ আচরণ পছন্দ করেন। যে সব নারীরা বেশ কমনীয় স্বভাবের কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন, তাদের প্রতি পুরুষরা আকর্ষণ বোধ করেন।
-পুরুষের বিষন্নতার সময় যে সব নারী সাহস জোগাতে পারেন এবং মন ভালো করে দিতে পারেন তাদের কে পুরুষরা বেশি ভালোবাসেন।
-যে সব নারী সব সময় ইতিবাচক চিন্তা করেন তাদের প্রতি পুরুষের ভালোলাগাটা বেশি থাকে।
-সংস্কৃতিমনা নারীদের পছন্দ করেন পুরুষেরা। গান, নাচ অথবা গিটার বাজাতে জানেন এমন নারীর প্রতি পুরুষের আকর্ষণ বেশি।
-স্মার্ট ও নিজের প্রতি যত্নশীল নারীদের প্রতি সব পুরুষই আকর্ষণ বোধ করে থাকে।
-কড়া সুগন্ধি লাগায় এমন নারীদের পছন্দ করেন না পুরুষরা। একটু হাল্কা মিষ্টি সুগন্ধি ব্যবহার করে এমন নারীরাই পুরুষের পছন্দ।
-সৎ ও দয়ালু নারীদেরকে প্রতি বেশি আকর্ষণ বোধ করেন পুরুষরা।
-একটু চঞ্চল প্রকৃতির মেয়েরা পুরুষের চোখে বেশি আকর্ষনীয়।
-রসবোধ আছে এমন নারীর সঙ্গে পুরুষরা বেশি আনন্দ বোধ করেন। সঙ্গীর সাথে হাস্যরসপূর্ণ গাল গল্প করে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।
-বেশিরভাগ পুরুষেরই প্রথম পছন্দ লম্বা চুলের নারী।
-যে সব নারীরা ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করেন না তাদেরকে পুরুষরা বেশি ভালবাসেন।
-ভালো রাঁধুনিদের প্রতি পুরুষের আকর্ষণ সবসময়েই বেশি থাকে।
নারীর প্রতি পুরুষের আকর্ষণ প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম। এক সময়ে রূপ দেখে নারীদের আকর্ষনীয়তা বিচার করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। পুরুষের চোখে আকর্ষনীয় নারী হতে এখন অনেক রূপ সজ্জা কিংবা অলংকারের বদলে প্রয়োজন বুদ্ধিমত্তা ও সততার।