পোস্টের শিরোনাম দেখে বিশ্বাস হচ্ছে না! কিন্তু এটাই সত্যি। তবে কোন ভাবেই টাকা উপার্জন যেমন সহজ না। তেমনি এখানে ও অতো সহজ না,আবার কঠিন ও না।
শুধু মাএ বাংলাদেশি ব্লগাররা এই সুবিদা ভোগ করতে পারবেন.
- এই পদ্ধতিতে সপ্তাহিক প্রায় ১০০ থেকে ১৫০ টাকা পাবেন প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘন্টা কাজ করে
- টাকা মোবাইল নাম্বারে বা বিকাশে তুলতে পারবেন.
- এবং মাএ ২-৩ দিন কাজ করেই টাকা তুলতে পারবেন.
সাইটে আপনি যে ভাবে টাকা উপার্জন করবেন ।
১। প্রথমেই আপনাকে সাইটে রেজিস্ট্রিশন বা লগিন করে নিতে হবে ।
২। আপনাকে সাইটের কিছু নিয়ম অনুসরন করে পোস্ট লিখতে হবে । এ নিয়ম গুলো এখানে ক্লিক করে দেখুন ।
৩। সাইটে পোস্ট কি করে লিখতে হয় তা এখানে ক্লিক করে দেখুন ।
সাইটে পোস্ট লিখতে অবশ্যই পোস্টে যা দিতে হবে
১। পোস্টের শিরোনাম দিতে হবে
২। পোস্টের বর্ননা দিতে হবে । কমপক্ষে ৬০০ শব্দে পোস্টের বর্ননায় থাকতে হবে ।
৩। পোস্টের মাঝে ছবি দিতে হবে ।
৪। পোস্টের জন্য একটা বিভাগ নির্বাচন করতে হবে ।
৫। পোস্টের জন্য টেগ দিতে হবে ।
৬। পোস্টে একটি Featured Image যোগ করতে হবে।
এখানে কোন টা কি ভাবে বা কেমন করে দিতে হয় তা এখানে ক্লিক করে দেখুন
পোস্ট লিখার জন্য কিছু নীতিমালা
১। পোস্টের লিখা অন্য সাইট থেকে পুরাপুরি কপি-পেস্ট করা যাবে না । যদি কপি-পেস্ট করা হয় তা হলে ঐ পোস্টের টাইটেল এবং বর্ননা ৫০%-৭০% মিল থাকতে পারে,তবে কিছুটা এডিটিং এবং লেখা এড করা যাবে।মানে হুবাহুব এক থাকা যাবে না
২। কোন পোস্ট কপি-পেস্ট এর ক্ষেএে ছবি বা পোস্টের শিরোনাম এক থাকা যাবে না
৩। কপি-পেস্ট এ অবশ্যই সংগ্রহিত বা লেখকের নাম দিতে হবে
পোস্ট করলে কত টাকা, এবং টাকা কি ভাবে টাকা তুলবেন ।
১। সাইটে ১ টা পোস্টে ২ টাকা করে দেওয়া হবে
২। এক দিনে ১ টা থেকে ৪ টা পোস্টের বেশি করা যাবে না
৩। ১০ টা পোস্ট করলে আপনি টাকা পাবেন।
৪। ১০ টা পোস্ট করতে আপনার কমপক্ষে ২-৩ দিন লাগবে,আপনি ২ দিন পরি টাকা উঠাতে পারবেন
৫। টাকা মোবাইল নাম্বার বা বিকাশে নাম্বার তুলতে পারবেন
৬। মোবাইলে লোড সর্বনিন্ম ২০ টাকা , এবং বিকাশে সর্বনিন্ম ৫০ টাকা হলে তুলতে পারবেন।
৭। আপনার প্রত্যেক ১০ টা পোস্টের পর সাইটে একটা পোস্ট করবেন আপনাকে পোস্টের টাকা দিতে, ঐ পোস্টে আপনার মোবাইল নাম্বার দিবেন, এডমিন ঐ নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠিয়ে ঐ পোস্টে যানিয়ে দিবে.আপনি টাকা পেলে ঐ পোস্টে জানাবেন.