ওয়ার্ডপ্রেস এর ব্লগ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দিন দিন যত বারছে ওয়েবসাইট তত বেশী বারছে ঝুঁকি। তাই আজকের দিনে ওর্য়াডপ্রেস এন্টিভাইরাস প্লাগিন হচ্ছে প্রথম এন্টিভাইরাস প্লাগিন ওর্য়াডপ্রেসের জন্য।ওর্য়াডপ্রেসের এই এন্টিভাইরাস প্লাগিনটি আপনার ব্লগকে ভাইরাস,ওর্য়াম,স্প্যাম ও ম্যালওয়ারের প্রভাব থেকে নিরাপদ রাখবে।
ওর্য়াডপ্রেসের এই প্লাগিনটি ফ্রি।নিচের এই লিংক থেকে প্লাগিনটি ডাউনলোড করুন।
ওর্য়াডপ্রেসের প্লাগিন ইনস্টল অনেকেই জানেন যারা জানেন না শুধু তাদের জন্য
কিভাবে এই ওর্য়াডপ্রেসের প্লাগিনটি আপনার ব্লগে ইনস্টল করবেন:
(১)ডাউনলোড করুন ওর্য়াডপ্রেস প্লাগিনটি
(২)আনজিপ করুন ডাউনলোড ফাইলটি।
(৩)আপলোড করুন এন্টিভাইরাস ফ্লোডারটি /wp-content/plugins/
(৪)যান প্লাগিন ট্যাবে এবং একটিভ্যাট করুন আপনার এন্টিভাইরাস প্লাগিনটি।
(৫)এডিট করুন সেটিংস।এখন আপনার এন্টিভাইরাস প্লাগিনটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেছে।
আসা করি ভালো লেগেছে এবং মনব্য করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।