Home মোবাইল লো (Low) ব্যাটিরিতে অনায়াশে কল করে কথা বলুন

লো (Low) ব্যাটিরিতে অনায়াশে কল করে কথা বলুন

by shamim ahmed

আজ আপনাদের সাথে একটি বিশেষ ট্রিক শেয়ার করব যে কিভাবে মোবাইলে লো ব্যাটারিতে অনায়াশে কথা বলা যায় ।
তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসা যাক ।
ধরুন আপনার নকিয়া মোবাইল এ ব্যটারি লো…। কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ন একটা কল করা দরকার…কিন্তু হাতের কাছে চার্জার নেই…। সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন । নকিয়া কিছু চার্জ রিজার্ভ করেরাখে । আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন… সে ক্ষেত্রে আপনাকে “*3370#” চাপতে হবে…আপনার মোবাইল টি রিস্টার্ট হবে, তারপর যখন চালু হবে আপনি আপনার ব্যটারী লেভেল ৫০% বেড়ে গেছে দেখবেন……এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন…।
(ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন) । আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটমেটিক চার্জড হয়ে যাবে…।
.
[বিদ্রঃ সকল মোবাইল এ প্রক্রিয়া কাজ নাও করতে পারে ]
.
.
.
»» »» »» বিশেষ অনুরোধ «« «« ««
আমরা একটি বাংলাদেশী সোসিয়াল সাইট নিয়ে কাজ করছি । যেখানে পন্য সামগ্রী ক্রয়-বিক্রয়, ফোরাম, প্রিমিয়াম php স্ক্রিপ্ট, বন্ধুদের সাথে video chat করার ব্যবস্থা ইত্যাদি আছে ।

You may also like

Leave a Comment