শিখে নিন মজাদার ছানার সন্দেশ তৈরির পদ্ধতি

রেসিপিঃ- ছানার সন্দেশ।

ছানা তৈরির উপকরণঃ
গরুর দুধ আধা কেজি।
ছানার পানি বা টক দই প্রয়োজনমত।

ছানা বানানোর প্রণালীঃ
# দুধ চুলায় দিয়ে জ্বাল দিন।
# দুধ ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ পর ছানার পানি অথবা টক দই দিন।
# যতক্ষণ দুধ ও ছানা আলাদা হয়ে সবুজ আভা দেখা না যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে।
# কিছুক্ষণ পর ছানা পাতলা সুতি কাপড়ে ঝুলিয়ে রাখতে হবে পানি ঝরার জন্য।
# ছানার পানি ঝরে গেলে একটি বাটিতে ছানা তুলে রাখুন।

সন্দেশ তৈরির করতে যা যা লাগবেঃ
ছানা ১ কাপ,
গুঁড়া চিনি আধা কাপ,
এলাচ গুঁড়া ১ চিমটি,
পেস্তা-কিসমিস প্রয়োজনমত সন্দেশ সাজানোর জন্য।

সন্দেশ তৈরির প্রণালীঃ
# ছানা, চিনি ও এলাচগুঁড়া একসঙ্গে চুলায় জ্বাল দিয়ে নিন।
# চিনি গলে একটু আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলুন।
# একটি পাত্রে সামান্য ঘি মেখে সন্দেশের মিশ্রণ ঢেলে বসিয়ে নিন।
# ঠান্ডা হলে ছুরি দিয়ে চার কোনা অথবা বরফির মত করে কেটে নিন। চাইলে ছাঁচে দিয়ে নানান রকম আকৃতি দিতে পারেন। হাত দিয়েও করে নিতে পারেন।
# পরিবেশন করুন মজাদার ছানার সন্দেশ।

Leave a Reply